shono
Advertisement
Kailash Mansarovar Yatra

গলেছে চিনের সঙ্গে সম্পর্কের বরফ! আবার শুরু হচ্ছে কৈলাস মানস সরোবর যাত্রা

এবারের চারধাম যাত্রাও শুরু হচ্ছে মে মাস থেকে।
Published By: Biswadip DeyPosted: 11:24 AM Apr 19, 2025Updated: 11:24 AM Apr 19, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারত এবং চিনের মধ্যে সম্পর্কের বরফ গলছে। দীর্ঘ বিরতির পর (মোটামুটি পাঁচ বছর পর) ২০২৫ সালের গ্রীষ্মে ফের শুরু হতে চলেছে পুণ্যার্থীদের জন্য কৈলাস মানস সরোবর যাত্রা।

Advertisement

বিদেশ মন্ত্রকের সচিব বিক্রম মিসরির চিন সফরে, ভারতের বিদেশমন্ত্রী এবং চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই-র সঙ্গে এক বৈঠকের পর এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০২০ সাল থেকে নানা কারণে এই যাত্রা বন্ধ ছিল। কিন্তু এবার ভারত-চিন সম্পর্কের নতুন দিক উন্মোচিত হতে চলেছে। প্রসঙ্গত, বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, ২০২৫ সালের গ্রীষ্মেই ভারতীয় পুণ্যার্থীরা সরাসরি বিমানযাত্রা করে কৈলাস-মানস সরোবর যাত্রা শুরু করতে পারবেন। মন্ত্রক জানিয়েছে যে, ভারত ও চিন দুই পক্ষই এই যাত্রা পুনরায় শুরু করার বিষয়ে একমত হয়েছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

উল্লেখ‌্য, ২০২৫ সালেই ভারত-চিন কূটনৈতিক সম্পর্কের ৭৫ বছর পূর্ণ হচ্ছে। এই ঐতিহাসিক মাইলফলক উপলক্ষে, ভারত ও চিনের সম্পর্ক আরও দৃঢ় হবে এবং কৈলাস-মানস সরোবর যাত্রার পুনরায় সূচনা একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসাবে চিহ্নিত হবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। ২০২০ সালে কোভিড অতিমারী এবং পরবর্তীতে গালওয়ান সংঘাতের কারণে ভারত-চিন সম্পর্কের অবনতি ঘটে। যার প্রভাব এই পুণ্যযাত্রার উপর পড়েছিল। গত বছর চিনের পক্ষ থেকে এই যাত্রা পুনরায় শুরু করার প্রস্তাব দেওয়া হয়। যদিও বিপুল খরচের কারণে ভারতীয় পুণ্যার্থীদের জন্য তা সহজ হয়ে ওঠেনি। সম্প্রতি দু’পক্ষের আলোচনা থেকে স্পষ্ট হয়ে যায় যে, দুই দেশ পুণ্যার্থীদের সমস্যা সমাধানের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করবে। প্রসঙ্গত, এবারের চারধাম যাত্রাও শুরু হচ্ছে মে মাস থেকে। এর মধ্যে কেদারনাথ যাত্রা শুরু হচ্ছে ২ মে, বদ্রীনাথ ৪ মে এবং গঙ্গোত্রী-যমুনোত্রী যাত্রা শুরু হবে ১০ মে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ভারত এবং চিনের মধ্যে সম্পর্কের বরফ গলছে।
  • দীর্ঘ বিরতির পর ২০২৫ সালের গ্রীষ্মে ফের শুরু হতে চলেছে পুণ্যার্থীদের জন্য কৈলাস মানস সরোবর যাত্রা।
  • এবারের চারধাম যাত্রাও শুরু হচ্ছে মে মাস থেকে।
Advertisement