shono
Advertisement

Breaking News

গান্ধীজিকে নিয়ে কুরুচিকর মন্তব্য, মধ্যপ্রদেশ থেকে গ্রেপ্তার স্বঘোষিত ধর্মগুরু কালীচরণ মহারাজ

ধর্মগুরুর গ্রেপ্তারিতে অসন্তুষ্ট মধ্যপ্রদেশের বিজেপি সরকার।
Posted: 12:19 PM Dec 30, 2021Updated: 12:43 PM Dec 30, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বঘোষিত ধর্মগুরু কালীচরণ মহারাজের (Kalicharan Maharaj) বিরুদ্ধে অভিযোগ ছিল মহাত্মা গান্ধীকে (Mahatma Gandhi) অপমান তথা অবমাননার। ছত্তিশগড়ের রায়পুরে ‘ধর্ম সংসদ’-এ গান্ধীর হত্যাকারী নাথুরাম গডসের (Nathuram Godse) প্রশংসা করেন তিনি। শেষ পর্যন্ত মধ্যপ্রদেশের খাজুরাহো (Madhya Pradesh) পর্যন্ত ধাওয়া করে ওই ধর্মগুরুকে গ্রেপ্তার করল ছত্তিশগড় পুলিশ (Chhattisgarh Police)। এদিকে কালীচরণের গ্রেপ্তারিতে না-খুশ মধ্যপ্রদেশের বিজেপি সরকার। রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রী নরোত্তম মিশ্রের (State home minister Naraottam Mishra) অভিযোগ, আন্তঃরাজ্য প্রোটোকোল ভেঙে গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত ধর্মগুরুকে।    

Advertisement

রবিবার অভিযুক্ত ধর্মগুরুর গান্ধীজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যের জেরে ধর্ম সংসদের প্রধান পৃষ্ঠপোষক মহান্ত রামসুন্দর দাস অনুষ্ঠান ছেড়েও চলে যান। পরদিন কালীচরণ মহারাজের বিরুদ্ধে সাম্প্রদায়িক সম্প্রীতি ভঙ্গের অভিযোগে মামলাও হয়। তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন রায়পুরের প্রাক্তন মেয়র প্রমোদ দুবে। স্বঘোষিত ধর্মগুরুর বিরুদ্ধে দেশদ্রোহের অভিযোগ এনেছিলেন ছত্তিশগড়ের কংগ্রেস নেতা মোহন মারকামও। শেষ পর্যন্ত ছত্তিশগড় পুলিশ গ্রেপ্তার করল অভিযুক্তকে।

[আরও পড়ুন: ধর্মীয় সভায় গান্ধীজির হত্যাকারীর প্রশংসা, রায়পুরে স্বঘোষিত ধর্মগুরুর বিরুদ্ধে মামলা]

ছত্তিশগড় পুলিশ সূত্রে জানা গিয়েছে, খাজুরাহো থেকে ২৫ কিলোমিটার দূরের একটি ভাড়াবাড়িতে ছিলেন কালীচরণ মহারাজ। সেখানেই গভীর রাতে অভিযান চালায় ছত্তিশগড় পুলিশ। অবশেষে বৃহস্পতিবার ভোর চারটে নাগাদ তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ সন্ধ্যায় তাঁকে রায়পুরে আনা হবে।

রায়পুরের পুলিশ আধিকারিক প্রশান্ত আগরওয়াল জানিয়েছেন, ফোন ট্র্যাক করে ধাওয়া করা হয়েছিল কালীচরণ ও তাঁর সাঙ্গোপাঙ্গোদের। সম্ভবত তা বুঝতে পেরেই ধর্মগুরু ও তাঁর ঘনিষ্ঠরা ফোন সুইচ অফ করে রেখেছিলেন। তারপরেও ছত্তিশগড় পুলিশের ১০ জনের দলটি পাকড়াও করে ফেলে অভিযুক্তকে।

[আরও পড়ুন: হরিদ্বারে মুসলিমদের বিরুদ্ধে হিংসার বার্তায় উদ্বিগ্ন পাকিস্তান! তলব ভারতীয় কূটনীতিককে]

এদিকে কালীচরণ মহারাজের গ্রেপ্তারি যে তাদের পছন্দ হয়েনি, তা বুঝিয়ে দিয়েছে মধ্যপ্রদেশের বিজেপি সরকার। সে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র অভিযোগ করেছেন, ছত্তিশগড় পুলিশ আন্তঃরাজ্য প্রোটোকল ভেঙে গ্রেপ্তার করেছে অভিযুক্ত ধর্মগুরুকে। তিনি আরও বলেন, এই অভিযান তথা গ্রেপ্তারির আগে ছত্তিশগড় সরকারের পুরো বিষয়টি মধ্যপ্রদেশ সরকারকে জানানো উচিত ছিল।  

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement