সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাশ্মীরে নাগরিকদের অধিকার খর্ব হওয়ার অভিযোগ তুলে পদত্যাগ করেছিলেন। সে প্রায় ৭ মাস হল। তারপর একাধিক সভা-সমাবেশে প্রকাশ্যে কেন্দ্র সরকারের বিরোধিতা করেছেন। প্রধানমন্ত্রীকে একনায়ক বলে তোপ দেগেছেন। করোনা আবহে সেই বিদ্রোহী আইএএস আধিকারিক কান্নান গোপীনাথনেরই দ্বারস্থ হল কেন্দ্র। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে ‘দ্রুত কাজে ফেরার’ নির্দেশ দেওয়া হল তাঁকে। কেন্দ্রের যুক্তি, গোপীনাথন পদত্যাগ করেছেন ঠিকই, কিন্তু তাঁর ইস্তফাপত্র গৃহীত হয়নি। আর ইস্তফাপত্র গৃহীত না হওয়া অবধি সরকারি কর্মীরা তাঁদের কর্তব্য থেকে অব্যাহতি পান না।
[আরও পড়ুন: পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরানোর আবেদন, প্রধানমন্ত্রীকে চিঠি অধীর চৌধুরির]
সাত বছরের কেরিয়ারে একাধিক কাজের জন্য প্রশংসিত হয়েছেন গোপীনাথন (Kannan Gopinathan)। কেরলের বন্যার সময় তাঁর ভূমিকা ছিল প্রশংসনীয়। বিপুল লোকসানে চলা দাদরা নগর হাভেলির বিদ্যুৎ দপ্তর তাঁর প্রশাসনিক ক্ষমতার বলেই লাভজনক সংস্থায় পরিণত হয়। মিজোরামে তাঁর অনুপ্রেরণাতেই ৩০টি ব্যাডমিন্টন প্রশিক্ষণ কেন্দ্র খুলেছেন গোপীচাঁদ। তাঁর এই ঝকঝকে কেরিয়ারে ইতি পড়ে গত বছর। কাশ্মীরের ৩৭০ ধারা প্রত্যাহারের জন্য সরকারকে তোপ দেগে পদ ছাড়েন তিনি। ৭ মাস পর সেই গোপীনাথনকেই মনে পড়েছে সরকারের। তাঁকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, করোনা ভাইরাস মহামারি হিসেবে ঘোষিত হয়েছে। এই পরিস্থিতিতে কেন্দ্র ও রাজ্য সরকারের সমস্ত কর্মীর দায়িত্ব মহামারি রুখতে উপযুক্ত পদক্ষেপ করা। আপনাকে আপনার কর্তব্য পালনের নির্দেশ দেওয়া হয়েছে, কিন্তু এখনও আপনি ডিউটিতে যোগ দেননি।
[আরও পড়ুন: লকডাউনকে বুড়ো আঙুল! কয়েকশো সমর্থক নিয়ে জন্মদিন পালন করলেন বিজেপি বিধায়ক]
গোপীনাথনের অভিযোগ, সরকার কোনও সৎ উদ্দেশ্যে তাঁকে ফের ডিউটি যোগ দিতে বলেনি। বরং তাঁকে হেনস্তা করতেই এই পদক্ষেপ করা হয়েছে। তিনি বলছেন, এই সরকার শুধু সাধারণ মানুষকে, আধিকারিকদের হেনস্তা করতে জানে। আমি স্বেচ্ছায় মানুষের সেবা করব। কিন্তু IAS হিসেবে নয়।
The post করোনা আবহে দ্রুত কাজে ফেরার নির্দেশ কেন্দ্রের! প্রত্যাখ্যান করলেন বিদ্রোহী IAS গোপীনাথন appeared first on Sangbad Pratidin.
