shono
Advertisement

সরকারি চাকরিতে পিতার জাতি পরিচয়েও মেয়েরা সংরক্ষণের সুবিধা পাবেন, রায় আদালতের

২১ জন বিবাহিত মহিলা চাকরিপ্রার্থী কর্ণাটক হাই কোর্টে মামলা করেন।
Posted: 06:32 PM Feb 05, 2023Updated: 06:32 PM Feb 05, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিবাহিত হলেও সরকারি চাকরির পরীক্ষার আবেদনে বাবা-মায়ের জাতি পরিচয় ব্যবহার করতে পারবেন মহিলারা। সেই অনুযায়ী সংরক্ষণের সুবিধাও পাবেন তাঁরা। কড়া রায় দিল কর্ণাটক হাই কোর্ট (Karnataka High Court)। এই মামলায় বিচারপতি এম নাগাপ্রসন্ন (M Nagaprasanna) জানান, সরকারি চাকরির পরীক্ষার আবেদনপত্রে মহিলারা বাবা-মায়ের জাতি পরিচয় দিলে, সেই অনুযায়ী সংরক্ষণের সুবিধার বিষয়ে বিবেচনা করতেই হবে সরকারকে। হাই কোর্টের সাম্প্রতিক রায়ে শোরগোল শুরু হয়েছে কর্ণাটকে (Karnataka)।

Advertisement

ঘটনার সূত্রপাত কর্নাটকের প্রাথমিক স্কুলে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায়। যেখানে বহু বিবাহিত মহিলা সংরক্ষণের সুবিধা পেতে স্বামীর বদলে বাবা-মায়ের জাতি পরিচয় দেন। আর এই কারণেই ওই আবেদনগুলিকে বাতিল করে রাজ্য সরকারের সংশ্লিষ্ট দপ্তর। তারা সাফ জানায়, যেহেতু আবেদনকারীরা ইতিমধ্যে বিবাহিত, অতএব তাঁদের স্বামীর জাতি পরিচয়ই বিবেচনা করা হবে। যদিও সরকারের এই যুক্তি মানতে চাননি বহু মহিলা আবেদনকারী। এর পর তাঁরা আদালতের দ্বারস্থ হন।

[আরও পড়ুন: বাংলার মডেলেই ত্রিপুরায় উন্নয়ন, বিধানসভা নির্বাচনে তৃণমূলের ইস্তেহারে বার্তা স্পষ্ট]

২১ জন বিবাহিত মহিলা চাকরিপ্রার্থী কর্ণাটক হাই কোর্টে সরকারি সংরক্ষণ নীতির বিরুদ্ধে মামলা করেন। তাঁরা প্রত্যেকেই বাবা-মায়ের জাতি পরিচয়ে ওবিসি (OBC) সম্প্রদায়ের প্রার্থী। অন্যদিকে বিয়ের পর তাঁরা সাধারণ (General Cast) প্রার্থী হন। এই মামলায় মহিলা চাকরিপ্রার্থীদের পাশে দাঁড়িেয়ছে আদালত। গত সপ্তাহে হাই কোর্ট নির্দেশ দিয়েছে, মামলকারীদের সকলকে বিবাহপূর্ব জাতি মোতাবেক সংরক্ষণের সুযোগ দিতে হবে রাজ্য সরকারকে। তবে জাতিগত এই বিষয়টি সংশ্লিষ্ট প্রার্থীর ইচ্ছার উপরই নির্ভর করছে, অর্থাৎ তাঁরা মনে করলে নতুন জাতি পরিচয়ও ব্যবহার করতে পারেন, জানিয়েছেন বিচারপতি।

[আরও পড়ুন: এবার চালু হোক বন্দে ভারত মেট্রো পরিষেবা, রেলকে প্রস্তাব প্রধানমন্ত্রীর]

প্রসঙ্গত, মাঝে একই ধরনের মামলা উঠেছিল কলকাতা হাই কোর্টেও (Kolkata High Court)। ওই মামলার চূড়ান্ত নিষ্পত্তি এখনও হয়নি। তবে দু’টি মামলাই প্রশ্ন তুলেছে বিবাহিত মহিলাদের আত্মপরিচয় নিয়ে। বাবা-মায়ের পরিচয় না স্বামীর পরিচয়, কোনটি হবে তাঁদের আত্মপরিচয়? বিয়ের পর মহিলাদের পদবী বদলই বা কতটা যুক্তিযুক্ত?     

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement