shono
Advertisement

সরকারি হস্টেলে ‘সিনিয়র দাদা’র সঙ্গে প্রেম, নবম শ্রেণিতেই মা হল কিশোরী

কর্নাটকের ঘটনায় চাঞ্চল্য।
Posted: 04:22 PM Jan 12, 2024Updated: 04:22 PM Jan 12, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুত্রসন্তানের জন্ম দিল নবম শ্রেণির ছাত্রী! চাঞ্চল্যকর ঘটনা কর্নাটকে (Karnataka)। সরকারি হস্টেলে থাকাকালীন কী করে অন্তঃসত্ত্বা হল পড়ুয়া, সেই নিয়ে উঠছে নানা প্রশ্ন। ইতিমধ্যেই সাসপেন্ড করা হয়েছে হস্টেলের ওয়ার্ডেনকে। পকসো আইনে মামলা দায়ের করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, মাঝে মাঝেই আত্মীয়ের বাড়িতে যাওয়ার নাম করে বেরিয়ে যেত ওই কিশোরী। এক কিশোরের সঙ্গে তার সম্পর্ক ছিল বলে শোনা গিয়েছে।

Advertisement

পুলিশ সূত্রে খবর, এক বছর আগে অষ্টম শ্রেণিতে পড়ার সময়ে চিক্কাবল্লাপুরের সরকারি হস্টেলে নাম নথিভুক্ত করায় ওই কিশোরী। গত বছর আগস্ট মাসে অসুস্থ হয়ে পড়েছিল সে। সেই সময়ে বেশ কিছু শারীরিক পরীক্ষানিরীক্ষা হলেও সে যে সন্তানসম্ভবা সেটা বোঝা যায়নি। দিনকয়েক আগে পেট ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয় সে। তখনই এক পুত্রসন্তানের জন্ম দেয় ওই কিশোরী।

[আরও পড়ুন: রামলালার প্রাণ প্রতিষ্ঠার জন্য কেন ২২ জানুয়ারিকেই বেছে নেওয়া হল?]

জানা যায়, ওই কিশোরীর সঙ্গে সম্পর্ক ছিল এক কিশোরের। একই স্কুলের পড়ুয়া ছিল তারা। দশম শ্রেণির পরীক্ষায় পাশ করার পর ওই কিশোর বেঙ্গালুরুতে চলে যায়। আপাতত ওই কিশোরের সন্ধানে তল্লাশি চালাচ্ছে স্থানীয় পুলিশ। সেই সঙ্গে ওই হস্টেলের ওয়ার্ডেনকেও সাসপেন্ড করা হয়েছে বলে খবর। ঘটনার তদন্তও শুরু করেছে পুলিশ।

কর্নাটকের সমাজকল্যাণ দপ্তরের জয়েন্ট ডিরেক্টর কৃষ্ণাপ্পা এস বলেন, “ওই কিশোরী দীর্ঘদিন ধরে হস্টেলে ফেরেনি। গ্রামের বাড়িতেই ছিল সে। তার পর হঠাৎই পেটে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয় আর এক পুত্র সন্তানের জন্ম দেয়। তবে এই ঘটনার তদন্ত হচ্ছে। সরকারের কাছেও এই ঘটনার রিপোর্ট জমা দেওয়া হবে।”

[আরও পড়ুন: সোনিয়া ফোন করলে কংগ্রেসকে বাড়তি আসন! ‘সৌজন্য’ দেখাতে রাজি তৃণমূল]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement