সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশজুড়ে ভয়াল ভাইরাসের আতঙ্ক। এর মধ্যে বেঙ্গালুরুতে আক্রান্ত দুই শিশু। এই অবস্থায় ঝুঁকি না নিয়ে রাজ্যবাসীকে বাড়ির বাইরে মাস্ক পরার পরামর্শ দিল কর্নাটক সরকার। পাশাপাশি আতঙ্কিত না হয়ে স্বাস্থ্যবিধি মেনে চলার কথাও বলা হয়েছে। গতকাল একই ধরনের নির্দেশিকা জারি করেছিল দক্ষিণের আরেক রাজ্য কেরল। উল্লেখ্য, বেঙ্গালুরুর দুই শিশু-সহ দেশে এখনও পর্যন্ত ৪ জন HMPV-তে আক্রান্ত হয়েছে বলে জান গিয়েছে।
করোনা সংক্রমণের ভয়ংকর দিনগুলির কথা মনে করাচ্ছে নয়া হিউম্যান মেটানিউমো ভাইরাস। তবে নয়া ভাইরাস সংক্রমণ হচ্ছে কেবল ছোটদের। বেঙ্গালুরুতে HMPV-তে আক্রান্ত হয়েছে দুই মাস এবং আট মাস বয়সি দুই শিশুর। যদিও অসুস্থ শিশুদের পরিবারের সম্প্রতি বিদেশ সফরের খবর নেই। অন্যদিকে গুজরাটের আহমেদাবাদের এক শিশু হিউম্যান মেটানিউমো ভাইরাসে আক্রান্ত। কলকাতায় বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিল HMP ভাইরাস আক্রান্ত ৬ মাসের একটি শিশু। যদিও এখন সে সুস্থ হয়ে উঠেছে।
চিনে HMPV ভাইরাসের সংক্রমণ ছড়ানোর পরেই ভারতে সংক্রমণের খবর মিলছে। যদিও ভারতে চিনের ভ্যারিয়েন্ট ছড়িয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়। এর মধ্যেই স্বাস্থ্যবিধি নিয়ে জরুরি নির্দেশিকা জারি করল কর্নাটক সরকার। রাজ্যবাসীদের পরামর্শ দেওয়া হয়েছে, সংক্রমণ এড়াতে বাড়ির বাইরে গেলে মাস্ক পরুন। এইসঙ্গে হাত পরিষ্কার রাখা, কাশি বা সর্দি বেশি হলে চিকিৎসকের পরামর্শ নিতেও বলা হয়েছে।
আতঙ্ক ছড়াতেই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, ‘ভারত-সহ বিশ্বের নানা দেশেই রয়েছে এইচএমপিভি। শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগতে থাকা অনেকের শরীরেই এই ভাইরাস মিলেছে।’ এইচএমপিভি নিয়ে আতঙ্ক ছড়ানোর পরে কড়াকড়ি শুরু করেছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ। সেই সময়েই বেঙ্গালুরুর দুই শিশুর দেহে মিলেছে এইচএমপিভি ভাইরাস।