shono
Advertisement
Kashmir

ভূস্বর্গে ফের গুলির লড়াই! সেনার গুলিতে কাশ্মীরে খতম ২ জঙ্গি

কুপওয়ারার কেরান সেক্টরের নিয়ন্ত্রণ রেখায় হয়েছে গুলির লড়াই।
Published By: Anustup Roy BarmanPosted: 10:01 AM Nov 08, 2025Updated: 10:01 AM Nov 08, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শনিবার সকালে ভূস্বর্গে গুলির লড়াই। কাশ্মীরের কুপওয়াড়ায় খতম দুই জঙ্গি। বাকিদের খুঁজতে চলছে তল্লাশি অভিযান।

Advertisement

সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে, কাশ্মীরের কুপওয়ারার কেরান সেক্টরের নিয়ন্ত্রণ রেখায় অনুপ্রবেশের চেষ্টা সম্পর্কে নির্দিষ্ট গোয়েন্দা তথ্য পাওয়া যায়। এই তথ্যের ভিত্তিতে, শুক্রবার নিরাপত্তা সংস্থাগুলি একটি যৌথ অভিযান 'অপারেশন পিম্পল' শুরু করে। ওই এলাকায় সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে অনুপ্রবেশকারীদের চ্যালেঞ্জ জানায় সেনাবাহিনী। এরপরেই তাঁদের দিকে গুলি চালানো হয় জঙ্গিদের তরফে।

পালাটা গুলি চালানো হয় সেনা বাহিনীর তরফে। সেই গুলির লড়াইতেই নিকেশ হয় দুই জঙ্গি। সেনার তরফে চিনার কর্পস এক্স হ্যান্ডেলের একটি পোস্টে জানিয়েছে, '৭ নভেম্বর ২০২৫ তারিখে, অনুপ্রবেশের বিষয়ে নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, কুপওয়ারার কেরান সেক্টরে একটি যৌথ অভিযান শুরু করা হয়। ওই এলাকায় সন্দেহজনক কার্যকলাপ দেখে জঙ্গিদের চ্যালেঞ্জ করে সেনা। সন্ত্রাসবাদীরা নির্বিচারে গুলি চালায় সেনার উপর। পালটা গুলি চালিয়ে তাদের আটকে দেওয়া হয়েছে।' তাঁরা আরও লিখেছে, 'এই অপারেশনে দুই জঙ্গিকে নিকেশ করা হয়েছে।'

সেনাবাহিনী জানিয়েছে অপারেশন পিম্পল এখনও চলছে। এলাকাজুড়ে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। এই দু'জন ছাড়াও অন্য কেউ লুকিয়ে রয়েছে কিনা সেটা তল্লাশি চালিয়ে দেখা হচ্ছে।

এর আগে ১৪ অক্টোবর, কুপওয়ারা জেলায় ভারত-পাক নিয়ন্ত্রণ রেখায় জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ দেয় সেনা। সেইকাহ্নেও নিকেশ হয় দুই জঙ্গি। জম্মু ও কাশ্মীরে পয়াকিস্তানের সঙ্গে ৭৪০ কিলোমিটার লম্বা নিয়ন্ত্রণ রেখা রয়েছে। এই অঞ্চলে আন্তর্জাতিক সীমান্ত ২৪০ কিলোমিটার দীর্ঘ। নিয়ন্ত্রণ রেখা উপত্যকার বারামুলা, কুপওয়ারা, বান্দিপোরা এবং জম্মু জেলার কিছু অংশে বিস্তৃত। অন্যদিকে, আন্তর্জাতিক সীমান্ত রয়েছে জম্মু বিভাগের জম্মু, সাম্বা এবং কাঠুয়া জেলায়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • শনিবার সকালে ভূস্বর্গে গুলির লড়াই।
  • কাশ্মীরের কুপওয়াড়ায় খতম দুই জঙ্গি।
  • বাকিদের খুঁজতে চলছে তল্লাশি অভিযান।
Advertisement