সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তান বা লস্কর-ই-তইবা নয়, পহেলগাঁও হামলার (Pahalgam Terror Attack) নেপথ্যে খোদ ভারতই! নয়াদিল্লিই সেনা পাঠিয়ে ২৬ জন নিরীহ পর্যটককে হত্যা করেছে! 'টার্গেট কিলিং'য়ের দায় ঝেড়ে এমনই আজব দাবি করল লস্কর কমান্ডার সইফুল্লা। উল্লেখ্য, কাশ্মীরে সন্ত্রাসবাদী হামলার মাস্টার মাইন্ড হিসেবে তার নামই উঠে এসেছে। এবার তার দাবি, সে বা পাকিস্তান কিছুই করেনি, সব দায় ভারতেরই।
সইফুল্লা খালিদ ওরফে সইফুল্লা কাসুরি। পাক সেনা এবং লস্করের মাথা হাফিজ সঈদের ঘনিষ্ঠ। গোয়েন্দাদের দাবি, পগেলগাঁওয়ে টিআরএফের সদস্যরা হামলা চালালেও পুরো পরিকল্পনা করেছিল সইফুল্লা। বিশ্লেষকদের একাংশের দাবি, পাক সেনার সঙ্গে যৌথভাবে পহেলগাঁও হামলার (Terror Attack) ছক কষেছিল সইফুল্লা। এবার সেই দাবি উড়িয়ে পালটা তত্ত্ব দিল এই জঙ্গিনেতা। সোশাল মিডিয়ায় ভাইরাল এক ভিডিওয়ে সইফুল্লার দাবি, সে কিছুই করেনি।
ভিডিওতে তাকে বলতে শোনা গিয়েছে,"জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে সন্ত্রাসী (Kashmir Pahalgam Terror Attack) হামলার নিন্দা করি আমরা। এই হামলার অজুহাতে ভারতীয় মিডিয়া আমাকে দায়ী করেছে। পাকিস্তানকেও অভিযুক্ত করা হয়েছে। এটি একটি দুঃখজনক বিষয়। ভারত পাকিস্তানকে ধ্বংস করতে চায়।" তার দাবি, "ভারতই কাশ্মীরে ১০ লক্ষ সেনা পাঠিয়ে যুদ্ধের পরিবেশ তৈরি করেছে। ভারত নিজেই পহেলগাঁওয়ে আক্রমণ চালিয়েছে। এটা ওদের নাটক। এর জন্যই তারা দায়ী। এটা ওদের ষড়যন্ত্র। এর সঙ্গে পাকিস্তানের কোনও সম্পর্ক নেই।" সংবাদমাধ্যমকেও নিশানা করেছে সে।
উল্লেখ্য, পহেলগাঁও হামলার মাস দুই আগে পাকিস্তানের পাঞ্জাবের কাঙ্গলপুরে দেখা গিয়েছিল সইফুল্লাকে। সেখানে পাক সেনার এক অনুষ্ঠানে বক্তৃতা দিয়েছিল সে। স্বভাবতই ভারতবিরোধী বার্তা দিয়েছিল সইফুল্লা। ভারতে হামলা চালিয়ে কাশ্মীর দখলের ডাকও দিয়েছিল। এরপরই পহেলগাঁওয়ে হামলা হয়। যা সইফুল্লারই মস্তিষ্কপ্রসূত বলেই দাবি গোয়েন্দাদের। আর তাকে সাহায্য করে পাক সেনা ও গুপ্তচর সংস্থা। হাত ছিল পাক জঙ্গি সংগঠনগুলিরও।
টার্গেট কিলিংয়ে পাক যোগ থাকায় ইসলামাবাদের বিরুদ্ধে পঞ্চবাণ ছুড়েছে নয়াদিল্লি। বুধবার বিদেশ সচিব বিক্রম মিসরি জানান, পাকিস্তানের সঙ্গে সিন্ধু চুক্তি বাতিল করা হল। সেই সঙ্গে বন্ধ করে দেওয়া হল আটারি সীমান্ত। পাকিস্তানিদের ভারতে প্রবেশও নিষিদ্ধ করল ভারত। পাকিস্তানে অবস্থিত ভারতীয় ডেপুটি হাই কমিশনারকেও দেশে ফেরানো হবে। ভারতে বর্তমানে যেসমস্ত পাকিস্তানিরা রয়েছেন, তাঁদের ৪৮ ঘণ্টার মধ্যে ভারত ছাড়তে হবে বলেও জানান বিদেশ সচিব। আর ভারতের এই পাঁচ ঘা-য়ে কার্যত কাহিল পাকিস্তান। এর মধ্যেই সামনে এল হামলার মাস্টার মাইন্ড সইফুল্লা। নিজেকে এবং পাকিস্তানকে আড়াল করার চেষ্টায় হামলার দায় চাপিয়ে দিল ভারতেরই উপর।
