সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হামাস গোষ্ঠীর হামলার পর ভয়াবহ পরিস্থিতি মধ্যপ্রাচ্যের দুই দেশ ইজারায়েল (Israel) ও প্যালেস্টাইনে (Palestine)। ইতিমধ্যে যুদ্ধে মৃতের সংখ্যা দেড় হাজার ছাড়িয়েছে। আহত অসংখ্য। এদিকে ইজরায়েলে আটকে পড়ছেন বহু ভারতীয়। তাঁদের মধ্যে একটা বড় সংখ্যায় রয়েছেন দক্ষিণের রাজ্য কেরলের (Kerala) বাসিন্দা। নিজের রাজ্য তথা ভারতীয় নাগরিকদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন (Pinarayi Vijayan) সোমবার চিঠি লিখলেন বিদেশমন্ত্রী এস জয়শংকরকে (S Jaishankar)।
বিজয়নের চিঠি সূত্রে জানা গিয়েছে, ইজরায়েলের প্রবাসী ভারতীয়দের মধ্যে প্রায় ৭ হাজার কেরলের নাগরিক। তাঁদের বিষয়ে উদ্বিগ্ন কেরলের মুখ্যমন্ত্রী লিখেছেন, “দুই দেশের শত্রুতার জেরে চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন ইজরায়েল প্রবাসী কেরলের প্রায় ৭ হাজার বাসিন্দা। তাঁদের পরিবারের লোকেরা চরম উদ্বেগের মধ্যে রয়েছেন।” বিজয়ন আর লিখেছেন, “ইজরায়েলে আমাদের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করুন। এই বিষয়ে সম্ভাব্য যাবতীয় উপায়ে হস্তক্ষেপের জন্য অনুরোধ করছি আপনাকে।”
[আরও পড়ুন: বৈঠকের ২৪ ঘণ্টার মধ্যে ‘বঞ্চনা’ নিয়ে কেন্দ্রের সঙ্গে কথা রাজ্যপালের, ‘ধন্যবাদ’ জানালেন অভিষেক]
প্রসঙ্গত, ৬ অক্টোবর, ২০২৩। ইয়ম কিপুরের মতোই ইহুদিদের আর এক উৎসব সিমহাত টোরার দিন গাজা ভূখণ্ড থেকে ইজরায়লের বুকে বেনজির হামলা শুরু করে প্যালেস্তিনীয় জঙ্গি সংগঠন হামাস। কেবল প্রায় ৫ হাজার রকেট নয়, গাজা থেকে মোটর গ্লাইডারে চড়ে আকাশপথে ইজরায়েলে ঢুকে পড়ে জেহাদিরা। জল ও স্থলপথেও ইজরায়েলের বেশ কয়েকটি এলাকায় ঢুকে পড়ে হামাস যোদ্ধারা। আপাতত হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে ইজরায়েল। এখনও পর্যন্ত লড়াইয়ে নিহত অন্তত দেড় হাজার মানুষ। এই পরিস্থিতিতে হামাসকে চরম হুঁশিয়ারি দিয়েছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।