shono
Advertisement
Sikkim

শরীর খারাপ নিয়েই জিরো পয়েন্টে! সিকিমে ঘুরতে গিয়ে মর্মান্তিক মৃত্যু কলকাতার পর্যটকের

উত্তর সিকিমে বেড়াতে গিয়ে মর্মান্তিক মৃত্যু বাংলার এক পর্যটকের। জিরো পয়েন্টে বেড়াতে গিয়েছিলেন তিনি। সেখানেই ঘটে এই দুর্ঘটনা। বমি ও শ্বাসকষ্ট হচ্ছিল তাঁর। তার জেরেই শারীরিক অবস্থার অবনতি ঘটে। ওই মহিলা পর্যটক কলকাতার বাসিন্দা।
Published By: Suhrid DasPosted: 01:54 PM Jan 17, 2026Updated: 03:48 PM Jan 17, 2026

উত্তর সিকিমে বেড়াতে গিয়ে মর্মান্তিক মৃত্যু বাংলার এক পর্যটকের। জিরো পয়েন্টে বেড়াতে গিয়েছিলেন তিনি। সেখানেই ঘটে এই দুর্ঘটনা। বমি ও শ্বাসকষ্ট হচ্ছিল তাঁর। তার জেরেই শারীরিক অবস্থার অবনতি ঘটে। ওই মহিলা পর্যটক কলকাতার বাসিন্দা।

Advertisement

সরকারি সূত্রে জানা গিয়েছে, শরীর খারাপ নিয়ে উত্তর সিকিমের জিরো পয়েন্টে বেড়াতে গিয়ে কলকাতার ৪৭ বছর বয়সী ওই মহিলা। বুধবার তিনি তাঁর মেয়ে এবং অন্য আত্মীয়দের সঙ্গে লাচুংয়ের ফাকাতে একটি হোটেলে উঠেছিলেন। সেদিন থেকেই তিনি বমি ও শ্বাসকষ্টে ভুগছিলেন। ওই শরীর খারাপ নিয়েই তিনি বৃহস্পতিবার পরিবারের সদস্যদের সঙ্গে জিরো পয়েন্টে যান। বিকেলে হোটেলে ফিরে গিয়েছিলেন তাঁরা।

জানা গিয়েছে, সন্ধের পরও তাঁর শারীরিক অসুস্থতা কমেনি। রাতে নির্দিষ্ট সময় পর্যটকরা খাওয়াদাওয়া করেন। মেয়েদের সঙ্গে ঘুমাতে যান। আজ, শুক্রবার ভোরে ওই পর্যটকের তীব্র শ্বাসকষ্ট শুরু হয়। তার সঙ্গে বমি শুরু হয়। দ্রুত পর্যটকের শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। দ্রুত তাঁকে হোটেল থেকে লাচুংয়ের সেনা ফিল্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্ত তাঁকে পরীক্ষার পর কর্তব্যরত মেডিক্যাল অফিসাররা জানিয়ে দেন আগেই মৃত্যু হয়েছে পর্যটকের। ঘটনার পর, মঙ্গনের জেলা ম্যাজিস্ট্রেটের কাছে একটি ওয়্যারলেস বার্তা পাঠানো হয়, যাতে মৃতদেহের তদন্ত করার জন্য চুংথাং থেকে একজন সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেট অথবা ব্লক ডেভেলপমেন্ট অফিসারকে পাঠাতে অনুরোধ করা হয়। এদিকে সকাল সাড়ে ৭টা নাগাদ পুলিশ লাচুং সেনা ক্যাম্পের এমএপি লাচুং এক্স-৪২৭ ফিল্ড হাসপাতালের কর্তব্যরত মেডিকেল অফিসারের কাছ থেকে একটি কলবুক ইনটিমেশন পায়। যেখানে বলা হয় যে মহিলাকে অচেতন অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। পরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করা হয়েছে।

ঘটনায় ভেঙে পড়েছে ওই পর্যটকের সঙ্গে থাকা মেয়ে ও আত্মীয়রা। কলকাতার বাড়িতেও দুঃসংবাদ পৌঁছেছে। কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা। ঘটনা জানাজানি হতে প্রতিবেশীদের মধ্যেও শোকের ছায়া।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement