বিমানে একটি চিরকুট কুড়িয়ে পেয়েছিলেন এক যাত্রী। তাতেই হাতে লেখা অক্ষরে বোমা বিস্ফোরণের কথা! এই খবর ছড়িয়ে পড়তেই কুয়েত থেকে আসা দিল্লিগামী একটি বিমান জরুরি অবতরণ করল আহমেদাবাদে।
বিমানবন্দরের এক আধিকারিক জানিয়েছেন, শুক্রবার সকাল ৬টা ৪০ মিনিটে সর্দার বল্লভভাই আন্তর্জাতিক বিমানবন্দরে ইন্ডিগোর বিমানটি অবতরণ করে। বিমানটিতে ১৮০ জন যাত্রী ছিলেন। কর্তৃপক্ষ জানিয়েছেন, মাঝ-আকাশে চিরকুটটি পাওয়া গিয়েছিল। তাতে বিমানে আতঙ্ক ছড়ায়। সতর্কতামূলক পদক্ষেপ হিসাবেই পাইলট এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করেন। তার পরেই বিমান গতিপথ ঘুরিয়ে সেটিকে আহমেদাবাদে অবতরণ করানো হয়।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছেন, সুষ্ঠু এবং নিরাপদেই গোটা প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। প্রত্যেক যাত্রীই সুস্থ রয়েছেন। জরুরি অবতরণের পর তাঁদের বিমান থেকে নামিয়েই তল্লাশি শুরু হয়। কিন্তু তাতে এখনও পর্যন্ত সন্দেহজনক কিছু মেলেনি। ঊর্ধ্বতনের সবুজ সংকেত পেলেই বিমানটি আবার দিল্লির উদ্দেশে রওনা দেবে।
বিমান সংস্থা জানিয়েছে, বোমাতঙ্ক ছড়িয়ে পড়ার পরেই নিয়ম মেনে যাবতীয় পদক্ষেপ করা হয়েছে। নিরাপত্তা সংক্রান্ত সব দিকই খতিয়ে দেখা হয়েছে। সময়মতো বিমানটি আবার দিল্লির উদ্দেশে রওনা দেবে বলে জানিয়েছেন ইন্ডিগো কর্তৃপক্ষ।
প্রসঙ্গত, কয়েক দিন আগেই ইন্ডিগোর আরও একটি বিমানে বোমাতঙ্ক ছড়িয়েছিল। দিল্লি থেকে বাগডোগরা যাওয়ার পথে লখনউয়ে জরুরি অবতরণ করে বিমানটি। সেবারও বিমানের শৌচালয়ে একটি টিস্যু পেপার মেলে, যাতে লেখা ছিল, ‘বিমানে বোমা রয়েছে’। তা দেখার পরে আতঙ্ক ছড়ায় বিমানে।
