ধনরাজ তামাং ও অভ্রবরণ চট্টোপাধ্যায়, শিলিগুড়ি: পর্যটনের ভরা মরশুমে উত্তর সিকিমে বিপত্তি! ভাঙল সেতু। লাচুংয়ে শনিবার দুপুরে দুর্ঘটনাটি ঘটে। সেই সময় সেতুর উপর একটি ছোট গাড়ি ছিল। হতাহতের কোনও খবর নেই। তবে সেতু মেরামত না হওয়া পর্যন্ত ওই ব্রিজ দিয়ে গাড়ি চলাচল বন্ধ থাকবে। তবে অন্য একটি ফুটব্রিজ দিয়ে হেঁটে যাতায়াত করা যাবে।
পর্যটকদের জন্য সিকিম প্রশাসনের ঘোষণা, চিন্তা করবেন না। লাচুং পৌঁছনোর আরও একটি সেতু রয়েছে। হোটেলগুলি থেকে মাত্র পাঁচ মিনিটের দূরেই রয়েছে সংযোগকারী ব্রিজটি।
উত্তর সিকিমের লাচুং গ্রামের ফাকহা এবং সারচক এলাকার মধ্যে সংযোগকারী নদীর উপর থাকা একটি ব্রিজ ভেঙে পড়েছে। নিজস্ব চিত্র
জানা গিয়েছে, উত্তর সিকিমের লাচুং গ্রামের ফাকহা এবং সারচক এলাকার মধ্যে সংযোগকারী নদীর উপর থাকা একটি ব্রিজ ভেঙে পড়েছে। সেই সময় ব্রিজের উপর একটি ছোট গাড়ি ছিল। নদীতে জল অল্প থাকায় বরাতজোরে রক্ষা পেয়েছেন তাঁরা। আপাতত ওই সেতুর উপর গাড়ি চলাচল বন্ধ। বিকল্প রাস্তা দিয়ে হেঁটে দুই গ্রামে পৌঁছনো সম্ভব। তবে মঙ্গন থেকে ইয়াংথাং, জিরো পয়েন্ট পৌঁছনোর রাস্তা খোলাই রয়েছে।
প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, লোনাক হ্রদ বিপর্যয়ে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল উত্তর সিকিম। সেই সময় দুর্বল হয়ে পড়েছিল ব্রিজটি। পরে টানা বৃষ্টিতে সেতুর অবস্থা আরও খারাপ হয়। এবার তা ভেঙে পড়ল।