shono
Advertisement

Breaking News

লিভ ইন সম্পর্কেও ডিভোর্সের দাবি, কী বলল কেরল হাই কোর্ট?

দীর্ঘদিন লিভ ইন সম্পর্কে থাকা এক যুগলের ডিভোর্সের আবেদন গড়াল উচ্চ আদালতে।
Posted: 09:12 PM Jun 13, 2023Updated: 09:33 PM Jun 13, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লিভ ইন সম্পর্ককে (Live-in relationship) বিয়ে বলা যায় না। যেহেতু কোনও আইন মেনে দু’জন সম্পর্কে জড়াচ্ছেন না তাই এই সম্পর্কে ডিভোর্সও চাওয়া যায় না। এক মামলায় এমনটাই পর্যবেক্ষণ কেরল হাই কোর্টের।

Advertisement

লিভ ইন সম্পর্ক নিয়ে বিচারপতি মহম্মদ মুস্তাক ও বিচারপতি সোফি থমাসের ডিভিশন বেঞ্চে এক মামলার শুনানি ছিল মঙ্গলবার। দীর্ঘদিন লিভ ইন সম্পর্কে থাকা এক যুগল ডিভোর্সের (Divorce) আবেদন করেছিলেন উচ্চ আদালতে। আর সেখানেই বিচারপতিরা বলেন, কোনও ব্যক্তিগত আইন বা বিশেষ বিবাহ আইনে বিয়ে না করে একসঙ্গে লিভ ইন সম্পর্কে জড়ালে সেখানে আইনের কোনও বাঁধন থাকে না। আর তাই সম্পর্ক থেকে আইনত বিচ্ছেদও চাওয়া যায় না। হাই কোর্ট জানিয়েছে, ডিভোর্স হল আইনি বিয়ে থেকে বিচ্ছিন্ন হওয়া।

[আরও পড়ুন: রাজ্যের ২ কোটি ২৩ লক্ষ পড়ুয়াকে হাম-রুবেলার টিকা, বিরাট সাফল্য মমতা সরকারের]

এক হিন্দু ও এক ক্রিশ্চিয়ান যুগল ২০০৬ সাল থেকে লিভ ইন সম্পর্কে ছিলেন। তাঁদের একটি সন্তানও রয়েছে। কিন্তু তাঁরা বিশেষ বিবাহ আইনে ডিভোর্সের আবেদন করলে এক পারিবারিক আদালত সেই আবেদন খারিজ করে দেয়। এরপর মামলা গড়ায় কেরল হাই কোর্টে। আর সেই মামলাতেই এই পর্যবেক্ষণ উচ্চ আদালতের।

[আরও পড়ুন: ভাঙড়ে অশান্তির দিনেই সৌজন্যের ছবি শালবনীতে, দিলীপ ঘোষকে ORS ও ঠান্ডা জল দিলেন TMC কর্মীরা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement