shono
Advertisement

Breaking News

Syria

একাধিক শহর 'জেহাদি'দের দখলে! এখনই সিরিয়া ছাড়ুন, মাঝরাতেই ভারতীয়দের নির্দেশ দিল্লির

এই মুহূর্তে সিরিয়ায় প্রায় ৯০ জন ভারতীয় রয়েছেন।
Published By: Suchinta Pal ChowdhuryPosted: 10:05 AM Dec 07, 2024Updated: 04:12 PM Dec 07, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যত সময় গড়াচ্ছে ভয়ংকর হচ্ছে সিরিয়ার পরিস্থিতি। বিদ্রোহীদের সঙ্গে প্রেসিডেন্ট বাশার আল আসাদের বাহিনীর গৃহযুদ্ধে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে একাধিক শহর। দুশ্চিন্তা বাড়ছে সেদেশে থাকা ভারতীয়দের নিয়ে। তাই মাঝরাতেই নির্দেশিকা জারি করে ভারতের নাগরিকদের যত তাড়াতাড়ি সম্ভব সিরিয়া ছাড়ার নির্দেশ দিয়েছে বিদেশমন্ত্রক।

Advertisement

গতকাল শুক্রবার বিকালেই দিকেই বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল উদ্বেগ প্রকাশ করে জানিয়েছিলেন, “সিরিয়ার সাম্প্রতিক যুদ্ধের উপর আমরা তীক্ষ্ণ নজর রাখছি। সমস্ত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। এই মুহূর্তে সিরিয়ায় প্রায় ৯০ জন ভারতীয় রয়েছেন। যাঁদের মধ্যে অনেকেই সেখানে রাষ্ট্রসংঘের বিভিন্ন সংস্থায় কাজ করছেন। ভারতীয় দূতাবাসগুলো তাঁদের নিরাপত্তা ও সুরক্ষার জন্য ২৪ ঘণ্টা যোগাযোগ রাখছে।”

কিন্তু ততক্ষণে সিরিয়ার পরিস্থিতি আরও ঘোরাল হয়ে ওঠে। হামলা চালিয়ে প্রধান শহর হোমস প্রায় দখল করে নেয় ইসলামপন্থী বিদ্রোহীরা। দেশ ছেড়ে পালাতে শুরু করেছেন অনেকেই। এর পরই তড়িঘড়ি শুক্রবার মাঝরাতেই সিরিয়ায় থাকা ভারতীয়দের জন্য নির্দেশিকা জারি করে বিদেশ মন্ত্রক। বিবৃতি দিয়ে জানানো হয়, 'যত দ্রুত সম্ভব অসামরিক বিমান ধরে সিরিয়া ছাড়ুন। যাঁরা এই মুহূর্তে সেদেশ থাকে আসতে পারবেন না তাঁদের অনুরোধ জানানো হচ্ছে বাইরে চলাফেরা করার ক্ষেত্রে সমস্ত সুরক্ষাবিধি মেনে চলুন। যেকোনও প্রয়োজনে ভারতীয় দূতাবাসগুলোর সঙ্গে যোগাযোগ রাখুন।' এছাড়া সিরিয়ার রাজধানী দামাস্কাসের ভারতীয় দূতাবাসও বিবৃতি দিয়ে জানিয়েছে, 'সিরিয়ায় থাকা ভারতীয়দের সব রকম সাহায্য প্রদানের জন্য ২৪ ঘণ্টার জরুরি নম্বর চালু করা হল। +963 993385973 এই নম্বরে আমাদের সঙ্গে যোগাযোগ করুন। এছাড়াও রয়েছে ইমেল আইডি hoc.damascus@mea.gov.in। আমরা গোটা পরিস্থিতির উপর তীক্ষ্ণ নজর রাখছি।'

বিবিসি সূত্রে খবর, সিরিয়ার নানা প্রান্তে ব্যাপক লড়াই জারি রেখেছে বিদ্রোহীরা। সংঘর্ষের মুখে পিছু হঠতে বাধ্য হচ্ছে সরকারি বাহিনী। গত সপ্তাহেই জানা গিয়েছিল, হঠাৎ হামলা চালিয়ে সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পোর একটি বড় এলাকা দখল করে নিয়েছে বিদ্রোহীরা। গতকাল তারা অগ্রসর হয়ে প্রধান শহর হোমস-এর দিকে। হামা শহরে প্রেসিডেন্ট আসাদের বাবা তথা দেশের প্রাক্তন প্রেসিডেন্ট হাফেজ আল আসাদের মূর্তিও ভেঙে দেয় বন্দুকধারীরা। নিরাপত্তার কথা মাথায় রেখে রুশ নাগরিকদের দ্রুত সিরিয়া ছাড়ার নির্দেশ দিয়েছে রাশিয়ার বিদেশমন্ত্রকও।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, সিরিয়ার এই বিদ্রোহীদের নেতৃত্ব দিচ্ছে হায়াত তাহরির আল-শাম (এইচটিএস)। আলেপ্পো শহরের অর্ধেকই এখন নাকি তাদের নিয়ন্ত্রণে। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের পরিচালক রামি আবদুল রহমানের কথায়, লড়াই ছাড়াই অনেক জায়গায় সরকারি বাহিনী পিছু হটেছে। তাৎপর্যপূর্ণ ভাবে, এই তাহরির আল-শাম আল কায়দার শাখা সংগঠন হিসেবেই পরিচিত। অর্থাৎ, গণতন্ত্র ফেরানোর লড়াই এখন কার্যত জেহাদিরা হাইজ্যাক করে নিয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • যত সময় গড়াচ্ছে ভয়ংকর হচ্ছে সিরিয়ার পরিস্থিতি।
  • বিদ্রোহীদের সঙ্গে প্রেসিডেন্ট বাশার আল আসাদের বাহিনীর গৃহযুদ্ধে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে একাধিক শহর।
  • দুশ্চিন্তা বাড়ছে সেদেশে থাকা ভারতীয়দের নিয়ে।
Advertisement