shono
Advertisement

Breaking News

Bengaluru

'লিভ ইনে' যৌন হেনস্তার শিকার, খুইয়েছেন ২০ লাখ টাকাও! মহিলার মামলায় ধৃত প্রতারক যুবক

মামলা রুজু হয়েছে পকসো আইনেও।
Published By: Saurav NandiPosted: 05:41 PM Dec 28, 2025Updated: 05:41 PM Dec 28, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিয়ে হয়ে গিয়েছিল অনেক দিন আগেই। সে কথা লুকিয়েই এক যুবতীর সঙ্গে প্রেম! পরে বুঝিয়েসুঝিয়ে তাঁর সঙ্গে 'লিভ ইন' সম্পর্কে থাকাও শুরু করেছিলেন যুবক। বছর তিনেক একসঙ্গে থেকেওছেন তাঁরা। অবশেষে মুখোশ খুললই! যুবকের বিবাহিত পরিচয় জেনে ফেলেন যুবতী। আর তার পর থেকেই শুরু হয় যৌন নির্যাতন। শেষমেশ পালিয়েই বাঁচতে হল সেই যুবতীকে। গেলেন পুলিশের কাছেও।

Advertisement

বেঙ্গালুরুতে 'নির্যাতিতা' ওই যুবতীর অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার হয়েছেন শুভম শুক্লা নামে সেই যুবক। অভিযোগ, শুভম প্রথমে অভিযোগকারিণী মহিলার কিশোরী বোনের সঙ্গে বন্ধুত্ব পাতিয়েছিলেন। সেই সূত্রেই পরিবারের সঙ্গে আলাপ। সেখান থেকেই কিশোরীর যুবতী দিদির সঙ্গে সম্পর্ক। পরিবারের অভিযোগ, মেয়েকে ভুল বুঝিয়ে তাঁকে লিভ ইন সম্পর্কে রাজি করিয়েছিলেন যুবক। এর জন্য বাড়িতে মিথ্যা কথা বলেছিলেন যুবতী। বলেছিলেন, কাজের সূত্রে তিনি মুম্বইয়ে যেতে চান। কিন্তু আদতে তাঁরা বেঙ্গালুরুতেই একটি জায়গায় একসঙ্গে থাকছিলেন। বছর তিনেক এ ভাবে চলার পরেই যুবতী জানতে পারেন, যুবক বিবাহিত। তা নিয়ে দু'জনের মধ্যে ঝগড়াও হয়। সেই পরিস্থিতিতে যুবক প্রতিশ্রুতি দিয়েছিলেন, তিনি তাঁর স্ত্রীর সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দেবেন। কিন্তু এ সবের পাশাপাশিই চলছিল যৌন নির্যাতন। এর থেকে পরিত্রাণ পেতেই বাড়ি থেকে পালিয়ে পুলিশের দ্বারস্থ হন যুবতী। তার পরেই গ্রেপ্তার হন শুভম। যুবতীর অভিযোগ, লিভ ইন সম্পর্কে থাকাকালীন যুবতীর পরিবারের থেকে ২০ লাখ টাকাও হাতিয়েছেন যুবক।

পুলিশ জানিয়েছে, শুধু ওই যুবতীই নন, তাঁর বোনকেও হেনস্তা করার অভিযোগ উঠেছে শুভমের বিরুদ্ধে। তাই তাঁর বিরুদ্ধে পকসো মামলায় অভিযোগ দায়ের হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বেঙ্গালুরুতে 'নির্যাতিতা' ওই যুবতীর অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার হয়েছেন শুভম শুক্লা নামে সেই যুবক।
  • পুলিশ জানিয়েছে, শুধু ওই যুবতীই নন, তাঁর বোনকেও হেনস্তা করার অভিযোগ উঠেছে শুভমের বিরুদ্ধে।
  • তাই তাঁর বিরুদ্ধে পকসো মামলায় অভিযোগ দায়ের হয়েছে।
Advertisement