মঙ্গলবার জনজীবন স্বাভাবিক ছন্দে ফেরানোর চেষ্টা। বিশেষজ্ঞরা বলছেন, এই পরিস্থিতিতে সাবধান না হলেই সর্বনাশ। তবে দেশজুড়ে ঊর্ধ্বমুখী করোনা গ্রাফ। ভারতে মোট আক্রান্তের সংখ্যা ২, ৬৬,৫৯৮। মৃত্যু হয়েছে ৭৪৬৬জনের। পশ্চিমবঙ্গেও করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৬১৩জন। এখন ও পর্যন্ত মৃত্যু হয়েছে ৩৩৩ জনের। করোনা সংক্রান্ত সমস্ত আপডেট:
দুপুর ১.৪৫: করোনা রুখতে ঢাকায় শুরু হলো লাল, সবুজ ও হলুদ জোন। ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারালেন ৯৩২জন।
দুপুর ১.৩০: করোনায় আক্রান্ত CISF-এর হেড কনস্টেবল।
দুপুর ১.১০: দিল্লিতে এখনও গোষ্ঠী সংক্রমণ ছড়ায়নি বলে আশ্বাস দিলেন দিল্লির উপ মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া।
বেলা ১২.৩০: করোনা পরীক্ষা করা হল দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের। স্থিতিশীল রয়েছেন তিনি।
বেলা ১২.১২: সরকারি কর্মীদের সংক্রমণ রোধে নয়া গাইডলাইন প্রকাশ করল কেন্দ্র।
বেলা ১১.৪৫: পরিযায়ী শ্রমিকদের চিহ্নিত করে দ্রুত তাঁদের বাড়ি ফেরানোর নির্দেশ সুপ্রিম কোর্টের। দক্ষতা অনুযায়ী শ্রমিকদের কাজের ব্যবস্থা করারও নির্দেশ দেওয়া হয় কেন্দ্র ও রাজ্যগুলিকে।
বেলা ১১.৩০: “ক্ষমতায় এলে বিজেপির মুখ্যমন্ত্রী বাংলায় আয়ুষ্মান ভারত প্রকল্প চালু করবে”, ভারচুয়াল সভায় ঘোষণা অমিত শাহের।
বেলা ১১.০০: হাসপাতাল থেকে ছাড়া পেলেন বিজেপি নেতা সম্বিত পাত্র।
সকাল ১০.৩০: দেশের হটস্পট এবং কন্টেনমেন্ট জোনগুলির প্রায় ৩০ শতাংশ মানুষই করোনায় আক্রান্ত হয়েছেন বলে সমীক্ষায় দাবি আইসিএমআর বিশেষজ্ঞদের।
সকাল ১০.০০: সংক্রমণ এড়াতে এবার থেকে রেস্তরাঁয় ব্যবহৃত প্লেট-বাটি ফেলে দেওয়ার সিদ্ধান্ত রেস্তরাঁর মালিকদের।
সকাল ৯.৪০: গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্ত ৯,৯৮৭ জন। মৃত্যু হয়েছে ৩৩১ জনের। ফলে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ২ লক্ষ ৬৬ হাজার ৫৯৮ জন।
সকাল ৯.২০: করোনা আতঙ্কেও মহারাষ্ট্রে আশা দেখাচ্ছে ধারাভি। সংক্রমণ কমে এখানে বাড়ছে সুস্থতার হার।
সকাল ৮.৪৫: উপসর্গহীন রোগীদের থেকে করোনা সংক্রমণের আশঙ্কা কম। স্বস্তির আশ্বাস দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু।
সকাল ৮.৩০:করোনা পরিস্থিতি নিয়ে ভিডিও কনফারেন্সে বৈঠক করলেন স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন।
সকাল ৮.০০: করোনা আবহেও দিল্লির গাজিপুর সবজি বাজারে ভিড়।
The post করোনা LIVE UPDATE: ক্ষমতায় এলে বিজেপির মুখ্যমন্ত্রী বাংলায় আয়ুষ্মান ভারত প্রকল্প চালু করবে, ঘোষণা অমিতের appeared first on Sangbad Pratidin.