shono
Advertisement
Ahmedabad Plane Crash

আহমেদাবাদে ধ্বংসাবশেষে ভেসে উঠলেন জগন্নাথদেব! দুর্ঘটনার ইঙ্গিত দুমাস আগেই মিলেছিল পুরীতে?

অভিশপ্ত AI 171 বিমান এখনও পর্যন্ত প্রাণ কেড়েছে ২৭৪ জনের।
Published By: Suchinta Pal ChowdhuryPosted: 10:29 AM Jun 14, 2025Updated: 10:42 AM Jun 14, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুরীর জগন্নাথ মন্দির প্রদক্ষিণ করছে এক ঈগল। ঠোঁট থেকে পতপতিয়ে উড়ছে পবিত্র পতাকা। মন্দিরের চুড়োর চারপাশে ঘুরপাকের পর একবার সে উড়ে গেল পশ্চিম দরজার দিকে। তারপর সাঁ করে চলে গেল সমুদ্রের দিকে। গত এপ্রিল মাসে এমনই অবিশ্বাস‌্য এক ভিডিও ভাইরাল হয়েছিল সোশাল মিডিয়ায়। যার সত্য-মিথ্যা অবশ্য় যাচাই হয়নি। তবে সেই দৃশ্য় অনেকের মনেই ভয় ধরিয়ে ছিল। কোনও অশনি সংকেত নয় তো? এর প্রায় দু'মাসের মাথায় আহমেদাবাদে ভয়ঙ্কর বিমান দুর্ঘটনা ঘটল। অভিশপ্ত AI 171 বিমান এখনও পর্যন্ত প্রাণ কেড়েছে ২৭৪ জনের। আশ্চর্যজনকভাবে ধ্বংসাবশেষে ফুটে উঠল জগন্নাথদেবের বিগ্রহ! যেন প্রভু তাকিয়ে রয়েছেন। প্রশ্ন উঠছে, তাহলে কি সেদিন এই মৃত্যু সংবাদই বয়ে এনেছিল সেই ঈগল।

Advertisement

১২ জুন, ভারতের বিমানযাত্রার ইতিহাসে সবচেয়ে কালো দিন! অন্তত ২৪২ জন যাত্রীকে নিয়ে ওড়ার পরমুহূর্তেই আহমেদাবাদের মেঘানি নগরের বিজে মেডিকেল কলেজের ইউজি হস্টেলের মেসের ছাদে ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার ড্রিমলাইনার ৭৮৭ বোয়িং বিমান। একজন ছাড়া পাইলট, ক্রু-সহ সকল যাত্রী প্রাণ হারান সকলে। মৃত্য়ু হয়েছে বহু জুনিয়র ডাক্তারের। চিকিৎসাধীন অনেকে। এখনও চলছে ধ্বংসস্তূপ সরানোর কাজ। সেখান থেকেই একটি ছবি ভাইরাল হয়েছে (যার সত্য়তা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল)। দেখা যাচ্ছে, বিমানের যে অংশ ভেঙে দেওয়ালের সঙ্গে লেগে রয়েছে সেখানে ভেসে উঠেছেন জগন্নাথদেব! তাঁর দুই চোখ জ্বলজ্বল করছে। অনেকেই এমনই দাবি করছেন। ভালো করে খুঁটিয়ে দেখলে বোঝা যাবে বিমানের ওই অংশটি এমনভাবে ভেঙে রয়েছে যাতে মনে হচ্ছে জগন্নাথদেবের বিগ্রহ।

বৃহস্পতিবার বিমানটি ভেঙে পড়ার পর বিস্ফোরণ হয়। তখন তাপমাত্রা ১০০০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যায়। কিন্তু সেই জায়গা থেকেই অক্ষত অবস্থায় উদ্ধার হয় একটি শ্রীমদ্ভগবত গীতা। দুর্ঘটনাস্থল থেকে গীতা উদ্ধারের একটি ভিডিও সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে (যদিও ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল)। ওই ভিডিওতে দেখা যায়, ধ্বংসাবশেষের মধ্যে উদ্ধার কাজ চালানো হচ্ছে। সেই সময় এক ব্যক্তি একটি গীতা উদ্ধার করেন। পাতা উলটে দেখান। তিনি দাবি করেন, এত বড় বিস্ফোরণের পরেও উদ্ধার হওয়া গীতার কোনও ক্ষতি হয়নি। এই দুই ঘটনাতেই নেটিজেনদের মধ্যে হইচই পড়ে গিয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • পুরীর জগন্নাথ মন্দির প্রদক্ষিণ করছে এক ঈগল। ঠোঁট থেকে পতপতিয়ে উড়ছে পবিত্র পতাকা।
  • গত এপ্রিল মাসে এমনই অবিশ্বাস‌্য এক ভিডিও ভাইরাল হয়েছিল সোশাল মিডিয়ায়।
  • অভিশপ্ত AI 171 বিমান এখনও পর্যন্ত প্রাণ কেড়েছে ২৭৪ জনের। আশ্চর্যজনকভাবে ধ্বংসাবশেষে ফুটে উঠল জগন্নাথদেবের বিগ্রহ!
Advertisement