সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএলে লখনউ ম্যাচের আগে সপরিবারে তিরুপতি তিরুমালা মন্দিরে সঞ্জীব গোয়েঙ্কা। খাতায়-কলমে এখনও প্লে অফের লড়াইয়ে রয়েছে লখনউ সুপার জায়ান্টস। তার আগে ঈশ্বর দর্শনে গোয়েঙ্কা। শোনা যাচ্ছে, অন্ধ্রপ্রদেশের তিরুপতি মন্দিরে কয়েক কোটি টাকার সোনার গয়না উৎসর্গ করেছেন তিনি।
বিষ্ণুর অবতার রূপে পূজিত ভেঙ্কটেশ্বর মন্দির অত্যন্ত জাগ্রত বলে পরিচিত। প্রচুর ভক্তসমাগম লেগেই থাকে। শুক্রবার সপরিবারে মন্দিরে যান সঞ্জীব গোয়েঙ্কা। মন্দিরের পূজারীদের হাতে সোনার গয়না তুলে দেন তিনি। জানা যাচ্ছে, তাঁর দান করা গয়নার বাজারমূল্য পাঁচ কোটি টাকার কাছাকাছি।
গোয়েঙ্কার ঈশ্বরভক্তি যথেষ্ট সুবিদিত। লখনউয়ের ম্যাচ হোক বা মোহনবাগান ম্যাচে তিনি নিয়মিত স্টেডিয়ামে থাকেন। মোহনবাগানের ম্যাচেও দেখা যায়, তিনি সঙ্গে রাখা জগন্নাথদেবের ছবিতে প্রণাম করছেন। এর আগে তিরুপতি বালাজির ছবি নিয়েও মাঠে উপস্থিত ছিলেন। ফুটবলে মোহনবাগান সাফল্য পেলেও ক্রিকেটে এখনও ট্রফি অধরা লখনউয়ের। ঋষভ পন্থের দল এবার প্লে অফে উঠবে কি না, সেটাও নিশ্চিত নয়। ১১ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের সপ্তম স্থানে রয়েছে।
সোমবার হায়দরাবাদের মুখোমুখি হবে লখনউ। প্লে অফে উঠতে হলে এই ম্যাচ জিততেই হবে তাদের। তবে এর মধ্যে সমস্যা বাড়িয়েছে তারকা পেসার ময়ঙ্ক যাদবের চোট। তাঁর জায়গায় নেওয়া হয়েছে উইল ও'রুরকে। ঘটনাচক্রে রবিবার তিরুপতির ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে যান ভারতীয় কোচ গৌতম গম্ভীরও।
