সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মধ্যপ্রদেশে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে গুলি করে খুনের অভিযোগ উঠল অজ্ঞাতপরিচয় দুই যুবকের বিরুদ্ধে। সম্প্রতি, ওই ব্যক্তি প্যারোলে মুক্তি পেয়ে বাড়ি ফিরেছিল। বৃহস্পতিবার বিকেলে এলাকায় হাঁটতে বেরোয় সে। সেই সময় দুই যুবক বাইকে করে এসে গুলি চালিয়ে পালিয়ে যায়। এলাকার সিসিটিভিতে সেই দৃশ্য ধরা পড়েছে। ঘটনায় কানাডার একটি পরিবারের যোগ থাকার সম্ভাবনা উঠে এসেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম যশবন্ত সিং গিল। মধ্যপ্রদেশের (Madhya Pradesh) গোপালবাগের ডাবরা এলাকার বাসিন্দা ছিল যশবন্ত। ২০১৬ সালে যশবন্ত তার স্ত্রীর এক দাদাকে খুন করে। ওই দাদার সঙ্গে স্ত্রীর বিবাহবহির্ভূত সম্পর্ক গড়ে উঠেছিল বলে সন্দেহ ছিল তার। সেই খুনের দায়েই ২০১৮ সাল থেকে জেলবন্দি ছিল সে। এই কাণ্ডের পরই ওই দাদার পরিবার দেশ ছেড়ে কানাডায় চলে যায়। যশবন্তের প্যারোলে মুক্তি পাওয়ার খবর পেয়ে সেখান থেকেই ভাড়াটে গুন্ডা দিয়ে এই খুন করানো হয়েছে বলে অনুমান পুলিশের।
ঘটনার দিন বিকেলে বাড়ির বাইরে বেরোয় যশবন্ত। তখনই দুই আততায়ী তাকে লক্ষ্য করে তিন রাউন্ড গুলি চালায়। ঘটনাস্থলেই লুঠিয়ে পড়ে সে। পরিবারের সদস্যরা তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যায়। সেখানেই মৃত্যু হয় তার। এই ঘটনা পুরোটাই ধরা পড়েছে এলাকায় লাগানো সিসিটিভিতে। খবর পাওয়ার পর ঘটনাস্থলে যায় পুলিশ। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।