সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রকাশ্যে টাকা বিলি করছেন বিজেপি নেতা। ভিড়ে হুড়োহুড়ি পরিস্থিতি। ভাঙচুর। ভিডিও প্রকাশ্যে আসতেই বিতর্ক মহারাষ্ট্রে। নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে বহুজন বিকাশ আঘাড়ি।
অভিযোগ, মহারাষ্ট্রের পালঘরে একটি হোটেলে দলীয় কর্মীদের মধ্যে টাকা বিলিয়েছেন। সেই টাকা ব্যবহার করা হবে ভোটারদের কিনতে। বহুজন বিকাশ আঘাড়ির মহারাষ্ট্রের সভাপতি হীতেন্দ্র ঠাকুরের অভিযোগ, ওই হোটেলে পাঁচ কোটি টাকা বিলি করা হয়েছে। বিলি করেছেন মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী তথা বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিনোদ তাওড়ে। তাওড়ে সর্বভারতীয় স্তরের গুরুত্বপূর্ণ নেতা। তাঁর টাকা বিলি করার ভিডিও রীতিমতো ভাইরাল।
ওই টাকা বিলির ভিডিও সোশাল মিডিয়ায় পোস্ট করেছে কংগ্রেস। হাত শিবির বলছে, বিজেপির প্রথম সারির নেতারাও এর সঙ্গে যুক্ত। কমিশনের দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত। এনসিপির সুপ্রিয়া সুলে বলছেন, "ওরাই নোটবন্দি করেছিল। বোধ হয় এই কারণেই নোটবন্দিটা করা হয়েছিল। শিব সেনার প্রিয়াঙ্কা চতুর্বেদী বলছেন, "সত্যি যারা টাকার থলে নিয়ে ঘুরছে। তাঁদের ব্যাগে কেউ তল্লাশি চালাচ্ছে না। সৎ নেতাদের ব্যাগ খোঁজা হচ্ছে।" বিজেপি এখনও কোনও প্রতিক্রিয়া দেয়নি।
এমনিতে মহারাষ্ট্রের ভোটে বড় ফ্যাক্টর হয় 'মানি পাওয়ার'। রাজ্যের প্রায় প্রতিটি বিধানসভাতেই প্রতিটি দলের প্রার্থী কোটি কোটি টাকা খরচ করেন। যদিও সবটাই হয় গোপনে। এভাবে প্রকাশ্যে টাকা বিলি ভোটের কয়েক ঘণ্টা আগে খানিকটা হলেও অস্বস্তিতে ফেলল গেরুয়া শিবিরকে। তবে গুরুতর সমস্যা হল, সত্যিই যদি ওই টাকা ভোট কিনতে ব্যবহার করা হয়ে থাকে, তাহলে গণতন্ত্রের কী হবে?