সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের ব্যাগে তল্লাশি চালানো নিয়ে বিতর্কের মধ্যেই এবার বর্তমান মুখ্যমন্ত্রীর ব্যাগে তল্লাশি চালালেন নির্বাচন কমিশনের আধিকারিকরা। বুধবার মহারাষ্ট্রের পালঘরে ভোটপ্রচারে গিয়েছিলেন একনাথ শিণ্ডে। সেখানে গিয়েই কমিশনের আধিকারিকরা শিণ্ডের ব্যাগে তল্লাশি চালিয়েছেন।
সোমবার একপ্রকার আচমকায় উদ্ধব ঠাকরের ব্যাগে তল্লাশি চালান নির্বাচন কমিশনের আধিকারিকরা। সেই ভিডিও সোশাল মিডিয়ায় পোস্ট করেন শিব সেনা ইউবিটির নেতা উদ্ধব নিজেই। মঙ্গলবার ফের উদ্ধবের ব্যাগ 'সার্চ' করা হয়। ওই ভিডিও সোশাল মিডিয়ায় পোস্ট হওয়ার পর বিরোধী শিবিরের অন্য নেতারাও উদ্ধবকে সমর্থন করেন। শরদ পওয়ার বলে দেন, “ওদের হাতে ক্ষমতা আছে, তাই ওরা বিরোধীদের বিব্রত করছে। এ সবের ফল ওদের ভুগতে হবে।” বিরোধীদের দাবি ছিল, উদ্ধবকে হেনস্তা করতেই এভাবে তল্লাশি চালানো হয়েছে।
যদিও কমিশন জানায়, ভোটের আগে বড় নেতা বা তারকা প্রচারকদের গাড়ি বা ব্যাগে তল্লাশি চালানো কমিশনের আধিকারিকদের রুটিন কাজের মধ্যে পড়ে। উদ্ধবের ব্যাগে সেই রুটিন প্রক্রিয়া মেনেই তল্লাশি চালানো হয়েছিল। এবার সেই রুটিন প্রক্রিয়া মেনেই একনাথ শিণ্ডের ব্যাগেও তল্লাশি চালালেন নির্বাচন কমিশনের আধিকারিকরা। এর আগে দুই উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিস এবং অজিত পওয়ারের ব্যাগেও তল্লাশি চালানো হয়েছে। বস্তুত, সব মিলিয়ে কমিশন তল্লাশি চালানোর ক্ষেত্রে 'নিরপেক্ষতা' বজায় রাখতে চাইছে।
যদিও বিরোধী শিবিরের দাবি, উদ্ধবের ব্যাগে তল্লাশির পর বিতর্কের ঝড় উঠতেই কমিশন নিজেদের 'নিরপেক্ষতা' প্রমাণ করতে মরিয়া। সেকারণেই শাসক শিবিরের নেতাদের ব্যাগে তল্লাশি করা হচ্ছে। এটা আসলে আইওয়াশ।