shono
Advertisement

Mahua Moitra: ‘মৌখিক বস্ত্রহরণ’, এথিক্স কমিটির চেয়ারম্যানকে কাঠগড়ায় তুলে স্পিকারকে বিস্ফোরক চিঠি মহুয়ার

সূত্রের খবর, মহুয়াকে ফের তলব করতে পারে এথিক্স কমিটি।
Posted: 10:36 AM Nov 03, 2023Updated: 12:49 PM Nov 03, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অসংসদীয়, অনৈতিক, অশালীন, এথিক্স কমিটির চেয়ারম্যানের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনে বৈঠক ছেড়েছিলেন। এবার কমিটির চেয়ারম্যান বিনোদ সোনাকারকে কাঠগড়ায় তুলে স্পিকার ওম বিড়লার কাছে নালিশ করলেন মহুয়া (Mahua Moitra)। স্পিকারকে চিঠি লিখে অভিযোগ করলেন, এথিক্স কমিটির ওই বৈঠকে মৌখিকভাবে তাঁর বস্ত্রহরণ করা হয়েছে।

Advertisement

বৃহস্পতিবার সন্ধ্যায় লোকসভার স্পিকারকে তিন পাতার একটি চিঠি লেখেন মহুয়া। তাতে এক ডজন পয়েন্ট উল্লেখ করেছেন তৃণমূল সাংসদ। কৃষ্ণনগরের সাংসদের অভিযোগ, তাঁকে অসম্মানজনক প্রশ্ন করা হয়েছে। ব্যক্তিগত প্রসঙ্গ তুলে এমন কিছু প্রশ্ন করা হয়েছে যা আপত্তিকর। তৃণমূল সাংসদের বক্তব্য, এথিক্স কমিটির বিরোধী সদস্যরা আপত্তিকর প্রশ্ন তোলায় আপত্তি জানান, নীরব থাকেন বিজেপির অন্যান্য সদস্যও। কিন্তু কিছুতেই থামেননি কমিটির প্রধান বিনোদ সোনাকার। ওম বিড়লার (Om Birla) কাছে এক জন মহিলা সাংসদ হিসাবে ‘সুরক্ষা’ও চেয়েছেন মহুয়া।

[আরও পড়ুন: মণিপুরে ফের অস্ত্রাগার লুন্ঠনের চেষ্টা, মুখ্যমন্ত্রী বীরেনের বাংলোর কাছেই অরাজকতা]

মহুয়ার অভিযোগ, তিনি গত রাতে কার সঙ্গে, কত বার ফোনে কথা বলেছেন, তার কল রেকর্ডের বিস্তারিত তথ্যও চেয়েছেন কমিটির চেয়ারম্যান। মহুয়ার দাবি, ভারতের নাগরিক হিসাবে গোপনীয়তা তাঁর অধিকার। তাছাড়া তিনি একজন সাংসদ। তাঁকে এই অসম্মানজনক প্রশ্ন করাটা আসলে বিজেপির নারীবিদ্বেষী মানসিকতার পরিচয়। মহুয়া জানিয়েছেন, তিনি তাঁর বক্তব্য হলফনামা আকারে জমা দেবেন। সেটাই যেন গ্রহণ করা হয়। নিজের টুইটার হ্যান্ডেলে বিজেপিকে বিঁধে একটি হিন্দি কবিতাও পোস্ট করেছেন তৃণমূল সাংসদ।

[আরও পড়ুন: কেজরিওয়ালের হাজিরার দিনই ইডির নজরে দিল্লির আরেক মন্ত্রী, সকাল থেকেই চলছে তল্লাশি]

বিজেপি অবশ্য বলছে, এ সবটাই আসলে তদন্ত থেকে বাঁচার ফিকির। বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে যেমন স্পষ্ট বলছেন, আমি নিজে মহুয়ার বিরুদ্ধে সব প্রমাণ জমা দিয়েছি। তার বাঁচার কোনও উপায় নেই। সূত্রের খবর, মহুয়াকে ফের তলব করতে পারে এথিক্স কমিটি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement