সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহিলাদের তুলনায় পুরুষরা করোনায় বেশি আক্রান্ত হচ্ছেন। স্বাস্থ্য মন্ত্রকের নয়া তথ্যে চাঞ্চল্য ছড়িয়েছে। সোমবার মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, করোনা আক্রান্তদের মধ্যে ৭৬ শতাংশ পুরুষ এবং ২৪ শতাংশ আক্রান্ত মহিলা। গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্তের সংখ্যা রেকর্ড সংখ্যক বৃদ্ধি পেয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছেন ৬৯৩ জন। যার জেরে দেশে সংক্রমিতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪০৬৭ জন। তাঁদের মধ্যে ১৪৪৫ জন তবলিঘি জামাত যোগ রয়েছে। এদিকে স্বাস্থ্যকর্মীদের জন্য হাইড্রোক্সিক্লোরোকুইন ব্যবহার শুরুর কথাও জানানো হয়।
[আরও পড়ুন : করোনা যোদ্ধাদের সম্মানার্থে নয়া সিদ্ধান্ত! একবেলা উপবাস করবেন ইয়েদুরাপ্পা]
দেশে লকডাউন চলছে। তারপরেও হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা। যা নিসন্দেহে চিন্তা বাড়িয়েছে। মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে দিল্লির নিজামুদ্দিন মারকাজ। সেই ধর্মীয় সমাবেশে যোগ দেওয়া ও তাঁদের সংস্পর্শে আসে মোট ২৫,৫০০ জনকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রকের যুগ্ম সচিব পু্ন্য সলীলা আগরওয়াল। ওই অনুষ্ঠানে যোগ দেওয়া মানুষজন আশ্রয় নেওয়ায় হরিয়ানার পাঁচটি গ্রাম সিল করে দেওয়া হয়েছে।
[আরও পড়ুন : করোনা রুখতে রাজ্যে প্রবেশের ক্ষেত্রে পারমিট সিস্টেম চালু করতে পারে অসম]
পাশাপাশি সোমবার জাতীয় স্বাস্থ্য মিশনের তহবিল থেকে অতিরিক্ত তিন হাজার কোটি টাকা দেওয়া হবে। যেখান থেকে রাজ্যগুলিতে আর্থিক সাহায্য পাঠানো হবে। এর আগে ওই তহবিল থেকে এগারো শো কোটি টাকা দেওয়া হয়েছিল। তবে সংক্রমণ রুখতে লকডাউন আরও বাড়ানো হবে কি না, সে বিষয় সাংবাদিক বৈঠকে কিছুই জানানো হয়নি।
এদিকে দেশজুড়ে কোভিড-১৯ (COVID-19) আক্রান্তদের চিকিৎসা করতে গিয়ে আক্রান্ত হচ্ছেন বহু স্বাস্থ্যকর্মী। তাঁদের নিরাপত্তার খাতিরে হাইড্রোক্সিক্লোরোকুইন ব্যবহার করা শুরু হচ্ছে বলে জানায় স্বাস্থ্য মন্ত্রক। তবে করোনা রুখতে এই ওষুধ সম্পূর্ণ কার্যকর কিনা, তা পরীক্ষা সাপেক্ষ। ফলে সাধারণ রোগীদের এই ওষুধ দেওয়া হচ্ছে না।
The post করোনায় মহিলাদের তুলনায় পুরুষরা বেশি আক্রান্ত, স্বাস্থ্য মন্ত্রকের তথ্যে চাঞ্চল্য appeared first on Sangbad Pratidin.
