shono
Advertisement

জি-২০ নৈশভোজে আমন্ত্রিত নন মল্লিকার্জুন খাড়গে, ডাক দুই প্রাক্তন প্রধানমন্ত্রীকে

জি- ২০ নৈশভোজে ব্রাত্য বিরোধীরা।
Posted: 10:33 AM Sep 08, 2023Updated: 10:33 AM Sep 08, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জি-২০ বৈঠকের আগে নৈশভোজে ব্রাত্য করে রাখা হল দেশের বৃহত্তম বিরোধী দলকে। বৈঠকের আগের দিন রাষ্ট্রপতি আয়োজিত নৈশভোজে আমন্ত্রণ জানানো হল না কংগ্রেস (Congress) সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে। সরকারি সূত্রের খবর, কোনও রাজনৈতিক দলের নেতাকেই ডাকা হয়নি ওই বৈঠকে।
জি-২০ বৈঠকের আগে শনিবার রাতে সব রাষ্ট্রনেতাদের নিয়ে নৈশভোজের আয়োজন করছেন রাষ্ট্রপতি। তাতে আমন্ত্রণ জানানো হয়নি মল্লিকার্জুন খাড়গেকে (Mallikarjun Kharge)। তাৎপর্যপূর্ণভাবে খাড়গে কংগ্রেস সভাপতি হওয়ার পাশাপাশি রাজ্যসভার বিরোধী দলনেতাও বটে। সেদিক থেকে বিচার করলে তিনি ক্যাবিনেট মন্ত্রীর সমান মর্যাদা পান। তা সত্ত্বেও তাঁকে আমন্ত্রণ না জানানো নিয়ে প্রশ্ন উঠছে।

Advertisement

[আরও পড়ুন: চিনা বাঁধে বন্যার মুখে অরুণাচল প্রদেশ, পালটা দিতে ব্যারেজ তৈরির পরিকল্পনা কেন্দ্রের]

যদিও সরকারি সূত্র বলছে, কোনও রাজনৈতিক দলের প্রতিনিধিকেই ওই বৈঠকে ডাকা হয়নি। আমন্ত্রণ জানানো হয়েছে সরকারের সব দপ্তরের মন্ত্রী। শীর্ষস্তরের আমলা। সব রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যপালদের। সেই সঙ্গে আমন্ত্রিত অন্তত ৫০০ জন শিল্পপতি। সেই অতিথি তালিকায় তাই ঠাঁই দেওয়া হয়নি রাজনৈতিক নেতাদের। যদিও এই ধরনের সম্মেলন দেশে হলে সব পক্ষকে আমন্ত্রণ জানানোই রীতি।

[আরও পড়ুন: পরীক্ষা দিতে যাওয়ার পথে দুর্ঘটনা, ট্রেনে ওঠার সময় পড়ে দুই পা কাটা গেল ছাত্রীর]

তবে খাড়গে আমন্ত্রণ না পেলেও তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এরাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার সৌজন্যে আমন্ত্রণ পেয়েছেন। আমন্ত্রণ পেয়েছেন দেশের দুই প্রাক্তন প্রধানমন্ত্রী মনোমোহন সিং (Mallikarjun Kharge) এবং এইচ ডি দেবেগৌড়া। রাষ্ট্রপতির ওই নৈশভোজে দেবেগৌড়া যোগ দেবেন বলেই খবর। থাকতে পারেন মনোমোহনও।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement