লক্ষ্য জাতীয় স্তরে সাংগঠনিক শক্তিবৃদ্ধি। বৃহস্পতিবার থেকে তিনদিনের গোয়া সফরে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার দিনভর তাঁর একাধিক রাজনৈতিক কর্মসূচি। সকাল ১০টা থেকে শুরু হয়েছে রাজনৈতিক কর্মকাণ্ড। গোয়ার তৃণমূল প্রতিনিধিদের সঙ্গে বৈঠক, অনুষ্ঠান। গোয়ায় মমতা – দিনভর দেখুন LIVE UPDATES:
সন্ধে ৬.২৭: মমতা বলেন, “আমাকে রোমে যেতে দেওয়া হয়নি। উত্তরপ্রদেশেও বাধা দেওয়া হয়। গোয়ায় বারবার আসব। আমি বহিরাগত নই। যেখানে খুশি সেখানে যেতে পারি। আমরা মানবতায় বিশ্বাসী। বিভাজনের রাজনীতি করছে বিজেপি। দিল্লির দাদাগিরি মেনে নেবে না গোয়া। ২০২২ সালে বিজেপিকে ছুঁড়ে ফেলে দেবে গোয়ার মানুষ।” বাংলার মতো গোয়াতেও ‘দুয়ারে সরকার’ চালুর আশ্বাস মমতা বন্দ্যোপাধ্যায়ের।
সন্ধে ৬.১৮: সদ্য তৃণমূলে যোগ দেওয়া লিয়েন্ডার পেজকে পাশে নিয়ে গোয়ায় নাগরিক সমাজের সঙ্গে বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়।
বিকেল ৪.৪৫: তপোভূমি মন্দিরে পুজো দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
বিকেল ৪.২৫: মাঙ্গুয়েশির পর মহালসা নারায়ণী মন্দিরে গেলেন মুখ্যমন্ত্রী।
বিকেল ৪: মধ্য়াহ্নভোজের পর গোয়ায় মন্দির পরিদর্শনে মমতা বন্দ্যোপাধ্যায়। গেলেন মাঙ্গুয়েশি মন্দিরে।
দুপুর ১.৩১: ‘দিদি’র হাত ধরে তৃণমূলে যোগ দিয়ে আপ্লুত, প্রতিক্রিয়া লিয়েন্ডার পেজের। বললেন, ”একজন শক্তিশালী নারীর নেতৃত্বে কাজ করব, ভেবেই ভাল লাগছে।”
দুপুর ১.২৫: ”রাজনৈতিক বদল আনতেই আমি এখানে, নিশ্চয় আগামী বছর পালাবদল হবে দিল্লির দাদাগিরি চলবে না।” লিয়েন্ডার পেজকে সঙ্গে নিয়ে আত্মবিশ্বাসী মমতা বন্দ্যোপাধ্যায়।
দুপুর ১.১০: প্রাক্তন ফুটবলার, বক্সিং তারকার পর এবার টেনিস তারকা লিয়েন্ডার পেজ যোগ দিলেন তৃণমূলে। পানাজিতে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের হাত ধরেই দলে আনুষ্ঠানিকভাবে নাম লেখালেন প্রাক্তন টেনিস খেলোয়াড়। আরও অনেকে যোগ দেবেন, মন্তব্য তৃণমূল সুপ্রিমোর।
বেলা ১২.০৬: পানাজিতে দলীয় অনুষ্ঠান সেরে মাণ্ডভি ফিশ মার্কেট পরিদর্শনে মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেতা লুইজিনহো ফ্যালেরিও। কথা বললেন মৎস্যজীবীদের সঙ্গে। তাঁদের সমস্যার সমাধানে একাধিক প্রতিশ্রুতি দিলেন তৃণমূল সুপ্রিমো।
বেলা ১১.৫৩: গোয়ায় তৃণমূলের নতুন দলীয় কার্যালয়ের উদ্বোধন। সেখানেই মমতার দলে যোগ দিলেন বিশিষ্ট অভিনেত্রী নাফিসা আলি, মৃণালিনী দেশপ্রভু।
বেলা ১১.৪২: ‘টিএমসি-র অর্থ টেম্পল, মস্ক, চার্চ’- ধর্মনিরপেক্ষতার উদাহরণ দিতে গিয়ে মন্তব্য তৃণমূল নেত্রী মমতার।
বেলা ১১.৩৫: ”খুব তাড়াতাড়ি বিজেপিকে ব্ল্যাকলিস্টেড করে দেব। উত্তরপ্রদেশ, ত্রিপুরায় আমাদের যেতে দেওয়া হয় না। কিন্তু এভাবে আটকানো যাবে না। গোয়ায় মুখ্যমন্ত্রী হতে আসিনি, সাইনবোর্ড হতেও আসিনি।” বিজেপিকে তোপ মমতার। গোয়ায় তৃণমূল ক্ষমতায় এলে মুখ্যমন্ত্রী হবেন ভূমিসন্তানই, স্পষ্ট করে দিলেন তৃণমূল সুপ্রিমো।
বেলা ১১.৩০: নারীর ক্ষমতায়নের প্রসঙ্গ তুলে ‘কন্যাশ্রী’, ‘লক্ষ্মীর ভাণ্ডার’-এর সুবিধার কথা বললেন মমতা। উল্লেখ করলেন গতিধারার কথাও। গোয়ার উন্নয়নে এসব প্রকল্পে জোর দেবেন, ঘোষণা মুখ্যমন্ত্রীর।
বেলা ১১.২৫: মৎস্যজীবীদের সঙ্গে আলোচনায় বাংলার মুখ্যমন্ত্রীর। এখানকার মৎস্যজীবীরা নানা সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। গোয়ার বিজেপি সরকারকে তোপ মমতার।
বেলা ১১.১৫: ”আমি এখানে আসার পর ওরা (বিজেপি) কালো পতাকা দেখিয়েছিল। পালটা আমি ওদের – নমস্তে বলে অভিনন্দন জানিয়েছি।” নাম না করে বিজেপিকে বার্তা মুখ্যমন্ত্রীর। জানালেন, বর্তমান কেন্দ্রে ক্ষমতাসীন দল বিভাজনের রাজনীতিতে বিশ্বাসী, কিন্তু ভারতবাসী হিসেবে তিনি সম্পূর্ণ ধর্মনিরপেক্ষ।
বেলা ১১.১০: ”মাছ, ফুটবল, লোকসংস্কৃতি – বাংলার সঙ্গে গোয়ার এই তিনটি বিষয়ে খুব মিল। আমার খুব ভাল লাগছে এখানে এসে। ১০ বছর আগে রেলমন্ত্রী থাকার সময়ও একবার এসেছিলাম। এখানকার চলচ্চিত্র উৎসব খুব বিখ্যাত।” বললেন মুখ্যমন্ত্রী।
বেলা ১১: গোয়ার তৃণমূল নেতৃত্বের সঙ্গে বৈঠক, সংগঠনের বিস্তার নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা।
সকাল ১০.৩০: ‘আমি বহিরাগত নই, আমিও গোয়ার সন্তান।’ বললেন মমতা বন্দ্যোপাধ্যায়।
সকাল ১০: গোয়ার রাজধানী পানাজিতে তৃণমূলের অনুষ্ঠানে উপস্থিত বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্থানীয় ভাষায় সকলকে ধন্যবাদ জানালেন মমতা।