সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অটো রিকশার সামনে নিজের তিন বছরের ছেলেকে আছড়ে ফেলল এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে হায়দরাবাদে। ঘটনায় ওই ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, ওই ব্যক্তির নাম শিব গৌড়া। হায়দরাবাদের শ্রীনিবাসনগর কলোনির বাসিন্দা সে। সোমবার সে মদ্যপ অবস্থায় বাড়ি এসেছিল। বাড়ি এসেই তুচ্ছ কারণে স্ত্রীর সঙ্গে ঝগড়া শুরু করে সে। একসময় ঝগড়া চরমে ওঠে। আশপাশের বাড়িগুলি থেকে লোক বেরিয়ে আসে। ঝগড়া মেটানোর চেষ্টা করেন তাঁরা। কিন্তু ওই ব্যক্তি কারোর কথাতেই কান দেয়নি। পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে দেখে হস্তক্ষেপ করেন দুই কনস্টেবল। ওই সময় তাঁরা এলাকায় টহল দিচ্ছিলেন। কিন্তু তাতেও সুরাহা হয়নি। পরিস্থিতি আয়ত্তে আনতে পারেননি তাঁরা। হঠাৎই নিজের তিন বছরের শিশু সন্তানকে টেনে এনে অটোর সামনে ফেলে দেয় শিব গৌড়া।
[ অমরনাথের পথে ফের দুর্ঘটনায় প্রাণ গেল ২ পুণ্যার্থীর, জখম আরও ৫ ]
ঘটনার ভিডিও এখন সোশাল সাইটে ছড়িয়ে পড়েছে। ভিডিওতেই দেখা যাচ্ছে তিন বছরের ছেলেকে গাড়ির সামনে ছুড়ে ফেলছে শিব গৌড়া। প্রতিবেশীরা বাধা দেওয়ার চেষ্টা করেও পারেনি। ঘটনার পর থেকে অভিযুক্তের কোনও খোঁজ নেই। পুলিশ জানিয়েছে, সে পলাতক। তার খোঁজ চলছে।
তবে স্বস্তির কথা, শিশুর আঘাত তেমন গুরুতর নয়। হালকা চোট পেয়েছে সে। তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসার পর তাকে বাবা বা মা, কারোর হাতে তুলে দেওয়া হয়নি। শিশুকল্যাণ দপ্তরের হাতে সঁপে দেওয়া হয় তাকে।
[ ভারতে বিশ্বের বৃহত্তম মোবাইল তৈরির কোম্পানি, উদ্বোধনে মোদি-মুন ]
ঘটনায় কোনও রকম অভিযোগ জানাতে অস্বীকার করেছেন শিব গৌড়ার স্ত্রী। এক তদন্তকারী পুলিশ অফিসার একথা জানিয়েছেন। তিনি বলেছেন, “ঘটনার পর ওই শিশুর মা কোনও অভিযোগ দায়ের করেননি। পুলিশের সঙ্গে কোনও সহযোগিতাও করেননি।”
ঘটনায় পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে। ওই ব্যক্তির বিরুদ্ধে শিশু নির্যাতনের অভিযোগ তোলা হয়েছে। চাইল্ড কেয়ার অ্যান্ড প্রোটেকশন অ্যাক্টের 75 JJ Act ও U/s9(1)(a) ধারায় মামলা রুজু করা হয়েছে।
The post স্ত্রীর সঙ্গে ঝগড়া করে ৩ বছরের শিশুকে অটোর সামনে আছাড়, পলাতক অভিযুক্ত appeared first on Sangbad Pratidin.