shono
Advertisement
Ghaziabad

প্রেমিকার সঙ্গে ঝগড়া! 'শিক্ষা দিতে' মহিলাকে রাস্তায় বেধড়ক মার প্রেমিকের, ভাইরাল উত্তরপ্রদেশের ভিডিও

দেখে নিন ঘটনার মুহূর্তের ভিডিও।
Published By: Gopi Krishna SamantaPosted: 07:09 PM Jun 29, 2025Updated: 07:59 PM Jun 29, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যুবকের বান্ধবীর সঙ্গে ঝগড়া করেছিলেন এক মহিলা। আর তা দেখে রেগে লাল হয়ে যান প্রেমিক যুবক। সঙ্গে সঙ্গে একটি লাঠি নিয়ে ওই মহিলার উপর ঝাঁপিয়ে পড়েন হর্ষ নামে ওই যুবক। এরপরই লাঠিপেটা করতে থাকেন তাঁকে। প্রথম আঘাতেই লাঠিটি ভেঙে অর্ধেক হয়ে যায়, সেই অবস্থাতেও চলতে থাকে মারধর। ঘটনাটি ঘটে ২৫ জুন গাজিয়াবাদের একটি শপিং মলের বাইরে। সম্প্রতি সেই ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে।

Advertisement

ওই ভিডিওতে দেখা যাচ্ছে, কালো টি-শার্ট পরা যুবক লাঠি দিয়ে কমপক্ষে চার থেকে পাঁচবার মারছেন এক মহিলাকে। এই ঘটনার পরেই নয়না ভার্মা নামে ওই মহিলা থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ পত্রে তিনি লেখেন, দুই বন্ধু রিয়া এবং কাশিশের সঙ্গে গাজিয়াবাদের একটি শপিং মলে গিয়েছিলেন। সেই সময় প্রিয়া নামে পরিচিত আরেক মহিলার সঙ্গে তাঁর ঝগড়া হয়। তখনই প্রিয়ার প্রেমিক হর্ষ তাঁকে গালিগালাজ এবং মারধর করতে শুরু করে। নয়নার মাথায় আঘাত লাগে। এমনকী রক্তপাতও হয় বলে অভিযোগ।

নয়নার আরও অভিযোগ, মারধরের পর ওই জায়গা থেকে চলে যাওয়ার আগে তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এদিকে ঘটনার সময় ওই এলাকার অনেকে থাকলেও কাউকে এগিয়ে আসতে দেখা যায়নি। পুলিশ জানিয়েছে, এই ঘটনার পরিপ্রেক্ষিতে একটি মামলা দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি বলেই জানা গিয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • যুবকের বান্ধবীর সঙ্গে ঝগড়া করেছিলেন এক মহিলা।
  • আর তা দেখে রেগে লাল হয়ে যান প্রেমিক যুবক।
  • সঙ্গে সঙ্গে একটি লাঠি নিয়ে ওই মহিলার উপর ঝাঁপিয়ে পড়েন হর্ষ নামে ওই যুবক।
Advertisement