shono
Advertisement
West Bengal

মাথাপিছু গড় আয়ে 'ডবল ইঞ্জিন' মহারাষ্ট্র-বিহারকে পিছনে ফেলল বাংলা, তথ্য নয়া সমীক্ষায়

২০২৪ সালের তুলনায় ২০২৫-এ বেড়েছে আয়।
Published By: Anustup Roy BarmanPosted: 09:19 AM Dec 28, 2025Updated: 09:19 AM Dec 28, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাসের শুরুতে যে বেতন আপনার ব্যাঙ্কে ঢোকে তাতে কি আপনি খুশি? সাধারণ তত্ত্ব বলে, টাকা কোনও দিনই 'বেশি' হয় না। কিন্তু তার পরেও এটা শুনলে আপনি খুশি হবেন বাংলার মানুষদের গড় রোজগারের পরিমাণ বাকি রাজ্যের মানুষদের অনেকটাই পিছনে ফেলে দিচ্ছে। শুধুমাত্র ২০২৫ সালের হিসেব ধরলে দেখা যাবে গড় আয়ের হিসাবে একমাত্র উত্তরপ্রদেশকে বাদ দিলে সব রাজ্যই পশ্চিমবঙ্গের পিছনে রয়েছে।

Advertisement

দেশজুড়ে করা একটি সমীক্ষায় দেখা যাচ্ছে ভারতে এক জন মানুষের মাসে গড় আয় আট হাজার টাকা থেকে এক লক্ষ ৪৩ হাজার টাকার মধ্যে। আর বছরে গড় আয় ৯ লক্ষ ৪৫ হাজার ৪৮৯ টাকা। আর পশ্চিমবঙ্গের মানুষের মাসে গড় আয় ২০ হাজার ২১০ টাকা- যা মহারাষ্ট্র, বিহার, রাজস্থান, মধ্যপ্রদেশ, তামিলনাড়ু, কেরলের মতো সব রাজ্যকেই পিছনে ফেলেছে। এদের মধ্যে বেশিরভাগ রাজ্যেই বিজেপি-র ডবল ইঞ্জিন সরকার রয়েছে। সব থেকে কম গড় আয় লাক্ষাদ্বীপের মানুষদের, মাসে ১৪২৬০ টাকা।

আবার বয়সের হিসাবে দেখতে গেলে দেখা যাচ্ছে, সবচেয়ে বেশি রোজগার করেন ৩৫ থেকে ৪৪ বছর বয়সী মানুষরা। তার পরেই রয়েছে ৪৫ থেকে ৫৪ বছর এবং তার পরে ২৫ থেকে ৩৪ বছর বয়সী। অর্থাৎ কেরিয়ারের শুরুতেই খুব বেশি আয় হচ্ছে না কোনও ব্যক্তির। আবার অবসরের মুখেও কেরিয়ারের চূড়ায় পৌঁছয় না কেউ।

আবার লিঙ্গভিত্তিক গড় দেখতে গেলে দেখা যাবে, পুরুষরা বছরে গড়ে ১৯ লক্ষ ৫৩ হাজার ৫৫ টাকা রোজগার করেন। আর একজন মহিলা বছরে গড়ে ১৫ লক্ষ ১৬ হাজার ২৯৬ টাকা রোজগার করেন। গ্লাসডোর নামের সংস্থার সমীক্ষায় এই তথ্য উঠে এসেছে। তবে সব ক্ষেত্রেই ২০২৪ সালের তুলনায় আয়ের পরিমাণ বেড়েছে ২০২৫ সালে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বাংলার মানুষদের গড় রোজগারের পরিমাণ বাকি রাজ্যের তুলনায় বেশি।
  • গড় আয়ের হিসাবে একমাত্র উত্তরপ্রদেশ বাংলার আগে।
  • সব রাজ্যই পশ্চিমবঙ্গের পিছনে রয়েছে।
Advertisement