পা টলোমলো হলেও মনে দৃঢ়প্রতিজ্ঞ! যার সামনে থমকে গেল মোদির 'অমৃত ভারত'ও। রেললাইনের উপর এমনভাবে তিনি বসে, যেন সাক্ষাৎ 'লৌহপুরুষ'! মাতাল ওই যুবকের কীর্তিতে রীতিমতো জেরবার হল ভুবনেশ্বর স্টেশন। এদিকে অমৃত ভারত আটকে গিয়েছে শুনে ছোটাছুটি শুরু করে দিয়েছেন স্টেশন মাস্টার-সহ অন্যান্য আধিকারিকরা। দেশের প্রথম সারির ট্রেন ট্রেন আটকে গিয়েছে! এদিকে ট্রেন আটকে নির্বিকার সেই 'মহামানব'।
শুধু তাই নয়, ঘটনার জেরে লাইনের উপরেই দাঁড়িয়ে পড়ে পর পর বেশ কয়েকটি ট্রেন। চূড়ান্ত ভোগান্তির মধ্যে পড়তে হয় সাধারণ মানুষকে। যদিও ঘটনার পরেই মদ্যপ ওই যুবককে গ্রেপ্তার করে রেল পুলিশ। শুরু হয়েছে জিজ্ঞাসাবাদও। জানা গিয়েছে, মত্ত অবস্থাতেই ধৃত ওই যুবক এই কাণ্ড ঘটিয়েছেন বলে দাবি পুলিশের।
কিন্তু ঘটনাটি জানেন কি ঘটেছিল? রেল আধিকারিকরা জানিয়েছেন, এদিন সকালে ভুবনেশ্বর স্টেশনে ঢুকছিল রাঙাপানি-নাগারকয়েল অমৃত ভারত এক্সপ্রেস। সেই সময় মত্ত অবস্থায় ওই যুবক হঠাৎ করেই লাইনের উপরে বসে পড়েন। বারবার চালক হর্ন বাজালেও কাজের কাজ কিছু হয়নি! রেললাইনেই একেবারে ঠায় বসে থাকেন ওই মত্ত যুবক। ফলে সজোরে ব্রেক কষতে বাধ্য হন ট্রেনের চালক। আধিকারিকদের কথায়, ব্যস্ত সময় ভুবনেশ্বর স্টেশনে ঢোকার মুখে চাঞ্চল্যকর এই ঘটনা ঘটে। ফলে ওই লাইনে দাঁড়িয়ে পড়ে একের পর ট্রেন। চূড়ান্ত ভোগান্তির মধ্যে পড়তে হয় সাধারণ মানুষকে।
ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যান আরপিএফের আধিকারিকরা। লাইন থেকে একেবারে জোর করে মদ্যপ অবস্থায় যুবককে টেনে তোলা হয়। রেল আধিকারিকরা জানিয়েছেন, ধৃত ওই যুবকের নাম পি আপ্পান্না রাও। বাড়ি লক্ষ্মী সাগর এলাকায়। মত্ত অবস্থাতেই তিনি এই কাণ্ড ঘটিয়েছেন। আইন মেনে ধৃতের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও রেলের তরফে জানানো হয়েছে।
