shono
Advertisement

মণিপুরের অশান্তি রুখতে ব্যর্থ, দলের চাপে পদত্যাগের পথে মুখ্যমন্ত্রী এন বিরেন সিং

গত দু'মাসে মণিপুরের সংঘর্ষে মৃত শতাধিক।
Posted: 01:05 PM Jun 30, 2023Updated: 01:05 PM Jun 30, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লাগাতার হিংসার জেরে পদত্যাগ করতে চলেছেন মণিপুরের (Manipur) মুখ্যমন্ত্রী এন বিরেন সিং। সূত্র মারফত জানা গিয়েছে, শুক্রবারেই ইস্তফা দিতে পারেন তিনি। দুপুর ১টা নাগাদ রাজ্যপালের কাছে ইস্তফাপত্র জমা দিতে পারেন বলেই শোনা যাচ্ছে। বিজেপির (BJP) অন্দরেই চাপের মুখে পড়ে বিরেনের এই সিদ্ধান্ত নিয়েছেন বলে সূত্রের খবর। প্রসঙ্গত, জনজাতি সংঘর্ষের জেরে গত দু’মাস ধরে উত্তপ্ত মণিপুর। ইতিমধ্যেই সেখানে প্রাণ হারিয়েছেন ১০০ জনেরও বেশি মানুষ।

Advertisement

গত রবিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেন মণিপুরের মুখ্যমন্ত্রী। দীর্ঘদিন কেটে গেলেও কেন রাজ্যের পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, তা নিয়ে আলোচনাও হয়। শোনা যাচ্ছে, তার পরেই বিরেনের সামনে দু’টি বিকল্প রাখা হয়। সাফ জানিয়ে দেওয়া হয়, বিরেনকে ইস্তফা দিতে হবে। তা না হলে কেন্দ্রের হাতে আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব ছেড়ে দিতে হবে। সেই দাবি মেনেই ইস্তফা দিতে চলেছেন মণিপুরের মুখ্যমন্ত্রী।

[আরও পড়ুন: মানুষের মাঝে মোদি! সাধারণ যাত্রীর মতোই মেট্রোতে সফর প্রধানমন্ত্রীর, দেখুন ভিডিও]

বিরেন সিং পদত্যাগ করতে পারেন, এই খবর ছড়িয়ে পড়ার পরেই তাঁর বাসভবনের সামনে বিক্ষোভ শুরু করেন মহিলারা। তাঁদের দাবি, রাজ্যের এই কঠিন পরিস্থিতিতে আরও মজবুত হাতে রাজ্যের হাল ধরতে হবে সরকারকে। যারা অশান্তি ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে। এই সময়ে মুখ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত নয়।

গত প্রায় দু’মাস ধরে জ্বলছে মণিপুর। সম্প্রতি সেখানে গিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর সফরের পরও পরিস্থিতির উন্নতি হয়নি। কীভাবে সেখানে শান্তি ফেরানো যায়, সেই চেষ্টাই করছে প্রশাসন। বিরোধীদের টানা আক্রমণের মুখে পড়ে একপ্রকার বাধ্য হয়েই গত শনিবার সর্বদল বৈঠক ডাকেন শাহ। মেতেই-কুকি সংঘাতে এখনও পর্যন্ত মণিপুরে প্রাণ হারিয়েছেন ১০০ জনেরও বেশি মানুষ। মুখ্যমন্ত্রী ইস্তফা দিলে কি অশান্তি থামবে?

[আরও পড়ুন: আর নগদে লেনদেন নয়! পঞ্চায়েতে দুর্নীতি ঘোচাতে বড়সড় উদ্যোগ মোদি সরকারের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement