shono
Advertisement
Bhubaneswar Fire

গোয়ার পর ভুবনেশ্বর! বিধ্বংসী আগুনে পুড়ে ছাই রুফটপ পানশালা

ঘটনায় আহত বা হতাহতের কোনও খবর নেই।
Published By: Subhankar PatraPosted: 03:11 PM Dec 12, 2025Updated: 04:40 PM Dec 12, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গোয়ার পর ভুবনেশ্বর (Bhubaneswar)! ওড়িশার রাজধানী শহরের পানশালায় ভয়াবহ আগুন। পুড়ে ছাই রুফটপ পানশালা। শুক্রবার সকালে আগুন লাগে পানশালাটিতে। ঘটনায় আহত বা হতাহতের কোনও খবর নেই। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভায় দমকলের কর্মীরা। কিন্তু গোয়ার মর্মান্তিক দুর্ঘটনায় ২৫ জনের প্রাণ হারানো পর এই অগ্নিকাণ্ড পানশালাগুলির ব্যবস্থাপনা নিয়ে আরও একবার প্রশ্ন তুলেছে।

Advertisement

শুক্রবার সকালে ভুবনেশ্বরের সত্যবিহার এলাকার একটি পানশালা থেকে ধোঁয়া বেরতে দেখেন এলাকার বাসিন্দা। মুহূর্তের মধ্যে আগুন রেস্তরাঁরটিকে গ্রাস করে। রুফটপ পানশালাটি পুড়ে ছাই হয়ে যায়। সঙ্গে সঙ্গে খবর যায় দমকলে। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একাধিক ইঞ্জিন। আগুন নেভানোর কাজ শুরু করেন কর্মীরা। ঘিঞ্জি এলাকায় আগুন পাশের ভবনগুলিতে ছড়িয়ে পড়ার আশঙ্কা ছিল। তবে দমকলকর্মীদের তৎপরতায় বড় বিপদ আটকানো গিয়েছে বলে জানাচ্ছেন স্থানীয়রা। দমকল কর্মীদের প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে। তবে অন্য কোনও কারণ রয়েছে কিনা, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। সকাল বেলায় আগ্নিকাণ্ডের ঘটনা ঘটনায় বড় বিপদ হাত থেকে বাঁচা গিয়েছে বলে দাবি স্থানীয়দের।

উল্লেখ্য, গত ৭ ডিসেম্বর উত্তর গোয়ার আরপোরায় বাগা সুমদ্র সৈকতের কাছে অবস্থিত জনপ্রিয় নৈশক্লাব বির্চে আগুন লাগে। রাত একটা নাগাদ আচমকা সেখানে আগুন লেগে যায়। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং দমকল। পর্যটক, সাধারণ মানুষ এবং ক্লাবের কর্মীদের সেখান থেকে উদ্ধার করা হয়। তবে ঘটনায় ২৫ জনের মৃত্যু হয়। সেই ঘটনার রেশ কাটতে না কাটতে এবার ওড়িশার পানশালায় আগুন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • গোয়ার পর ভুবনেশ্বর! ওড়িশার রাজধানী শহরের পানশালায় ভয়াবহ আগুন।
  • পুড়ে ছাই রুফটপ পানশালা। শুক্রবার সকালে আগুন লাগে পানশালাটিতে।
  • ঘটনায় আহত বা হতাহতের কোনও খবর নেই।
Advertisement