shono
Advertisement
Rajya Sabha

সংসদের অপমান! রাজ্যসভায় নেই কোনও পূর্ণমন্ত্রী, অধিবেশন মুলতুবি করতে হল চেয়ারম্যানকে

বেনজির ঘটনা সংসদে।
Published By: Subhajit MandalPosted: 01:40 PM Dec 12, 2025Updated: 01:40 PM Dec 12, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বেনজির। সংসদের অধিবেশন চলছে। অথচ তাতে কোনও পূর্ণমন্ত্রীই উপস্থিত নেই! শেষে বাধ্য হয়ে অধিবেশন মুলতুবি করতে হল চেয়ারম্যান তথা উপরাষ্ট্রপতিকে।

Advertisement

শুক্রবার সংসদ হামলার ২৪ বছর পূর্তি। এদিন ওই হামলায় নিহত নিরাপত্তারক্ষীদের শ্রদ্ধা জানান রাজ্যসভার সাংসদরা। তারপরই বিরোধীরা আবিষ্কার করেন, যে কোনও পূর্ণমন্ত্রী অধিবেশনে উপস্থিতই নেই। নিয়ম অনুযায়ী কোনও পূর্ণমন্ত্রী না থাকলে অধিবেশন চালানো যায় না। বিষয়টি নিয়ে রাজ্যসভার চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ করেন বিরোধীরা। অন্তত একজন পূর্ণমন্ত্রী যাতে রাজ্যসভায় উপস্থিত থাকেন সেটা নিশ্চিত করতে অনুরোধ করেন বিরোধী সাংসদরা। যতক্ষণ কোনও মন্ত্রী না আসছেন অধিবেশন মুলতুবি করার দাবি জানান তারা।

বিষয়টি যে গুরুতর সেটা অনুধাবন করেন উপরাষ্ট্রপতি তথা চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণণও। তিনিও মেনে নেন, অন্তত একজন পূর্ণমন্ত্রীর সংসদের উচ্চকক্ষে থাকা উচিত। সঙ্গে সঙ্গে কোনও একজন পূর্ণমন্ত্রীকে উপস্থিত হতে বলার জন্য এক প্রতিমন্ত্রীকে অনুরোধ করেন রাধাকৃষ্ণন। কিন্তু সেটার পাঁচ মিনিট পরও কোনও পূর্ণমন্ত্রী আসেননি। শেষে বাধ্য হয়ে অধিবেশন মুলতুবি করে দিতে হয়। ১০ মিনিট কোনও মন্ত্রী না আসায় অধিবেশন মুলতুবি ছিল।

সরকার পক্ষের এই আচরণকে সংসদের অপমান হিসাবে দেখছে বিরোধী শিবির। কংগ্রেস নেতা জয়রাম রমেশ বলেন, "এটা সভার অপমান।" প্রশ্ন ওঠাটা অবশ্য অস্বাভাবিক নয়। স্রেফ মন্ত্রী না থাকার জন্য অধিবেশন মুলতুবি। এই ঘটনা বিরল। সরকারি করের কোটি কোটি টাকা খরচে যে অধিবেশন চলছে, সেটা এভাবে অন্ধ হয়ে থাকা প্রশ্নের উদ্রেক করে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • শুক্রবার সংসদ হামলার ২৪ বছর পূর্তি।
  • এদিন ওই হামলায় নিহত নিরাপত্তারক্ষীদের শ্রদ্ধা জানান রাজ্যসভার সাংসদরা।
  • তারপরই বিরোধীরা আবিষ্কার করেন, যে কোনও পূর্ণমন্ত্রী অধিবেশনে উপস্থিতই নেই।
Advertisement