সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২৪ ঘণ্টা আগেই দলের সমস্ত পদ থেকে সরিয়ে দিয়েছিলেন। আজ সোমবার ভাইপো আকাশ আনন্দকে বহুজন সমাজ পার্টি (বিএসপি) থেকে বহিষ্কার করে দিলেন মায়াবতী। ফলে আকাশের রাজনৈতিক ভবিষ্যৎ এখন বিশ বাঁও জলে। পাশাপাশি রাজনীতির ময়দানে মায়াবতীর উত্তরাধিকারী কে হবেন সেনিয়েও প্রশ্ন উঠছে।
রবিবার লখনউয়ে বৈঠকে বসেছিলেন বহুজন সমাজ পার্টির নেতৃত্ব। সেখানেই দলের সমস্ত পদ থেকে ভাইপোকে সরিয়ে দেন বহেনজি। জাতীয় কো-অর্ডিনেটর পদে আকাশের পরিবর্তে আনা হয় তাঁর বাবা আনন্দ কুমারকে। এর একদিন কাটতে না কাটতেই সোমবার আকাশকে বহিষ্কার করে দিলেন মায়াবতী। কারণ জানিয়ে আজ এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, 'গতকাল বিএসপির সর্বভারতীয় বৈঠকে আকাশ আনন্দকে দলের জাতীয় কোর্ডিনেটর-সহ সমস্ত পদ থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। আজ তাঁকে দল থেকে বহিষ্কার করা হল। কারণ আকাশ তাঁর শ্বশুর অশোক সিদ্ধার্থের কথায় প্রভাবিত হয় কাজ করছিল। দলবিরোধী কাজের জন্য অশোককেও বিএসপি থেকে বের করে দেওয়া হয়েছিল। দলের ঊর্ধ্বে গিয়ে তাঁরা নিজেদের স্বার্থে কাজ করছিলেন। তাই পরম শ্রদ্ধেয় বাবা সাহেব আম্বেদকরের আত্মসম্মান ও আত্মমর্যাদাবোধের স্বার্থে এবং শ্রদ্ধেয় শ্রী কাঁশিরাম জির অনুশাসনের ঐতিহ্য অনুসরণ করে আকাশ আনন্দকে তাঁর শ্বশুরের মতো দল থেকে বহিষ্কার করা হল। এই সিদ্ধান্ত আমাদের দল ও আন্দোলনের স্বার্থে নেওয়া হয়েছে।'
গতবছর লোকসভা নির্বাচনের তৃতীয় দফার ভোটের দিন মায়াবতী আচমকা এক্স হ্যান্ডেলে পোস্ট করে বলেন, “দল এবং দলিত আন্দোলনের বৃহত্তর স্বার্থে পরিপক্কতা অর্জন করা পর্যন্ত আকাশ আনন্দকে দলের ন্যাশনাল কো-অর্ডিনেটর পদ থেকে সরানো হল। আমার উত্তরাধিকারী হিসাব যে ঘোষণা করেছিলাম, সেটাও ওর পূর্ণ পরিপক্কতা আসা পর্যন্ত স্থগিত থাকবে।’ কিন্তু মাস দেড়েকের মধ্যেই বহেনজি ইউটার্ন নেন। পরিপক্কতার অভাব থাকা ভাইপোকেই আবারও নিজের উত্তরাধিকারী বলে ঘোষণা করেন। ২০২৭ সালে উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে প্রচারের দায়িত্বও আকাশকে দেন বিএসপি সুপ্রিমো।
কিন্তু আটমাসের মধ্যে ফের সিদ্ধান্ত বদল। রবিবার বিএসপির সম্মেলনে হাজির ছিলেন গোটা দেশের নেতারা। সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয়, জাতীয় কো-অর্ডিনেটর-সহ দলের সমস্ত পদ থেকে আকাশকে সরিয়ে দেওয়া হবে। ওই পদে আনা হয় আকাশের বাবা আনন্দ এবং বিএসপির প্রবীণ নেতা রামজি গৌতমকে। উল্লেখ্য, বেশ কয়েকদিন ধরেই মায়াবতীর পছন্দের তালিকা থেকে সরে গিয়েছিলেন আকাশ। গত মাসে দলবিরোধী কাজের জন্য় বহিষ্কার করা হয় তাঁর শ্বশুর অশোককে। তখনই নাম না করে আকাশকে বিঁধে মায়াবতী জানিয়েছিলেন, তিনি নিজে সারাজীবন দলিতদের জন্য লড়াই করেছেন। সেরকমটা যে করতে পারবে, সেই বহেনজির রাজনৈতিক উত্তরসূরি হবে। এই বার্তার কয়েকদিন পরেই আকাশকে দল ছাড়া করলেন মায়াবতী।