shono
Advertisement
Puri Jagannath Temple

'ইতিহাসে প্রথমবার' রথযাত্রার আগেই পুরীর জগন্নাথ মন্দিরে অঘটন! বড়সড় বিপদের ইঙ্গিত?

কী ঘটল পুরীর জগন্নাথ মন্দিরে?
Published By: Subhankar PatraPosted: 03:42 PM Jun 24, 2025Updated: 03:52 PM Jun 24, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রথযাত্রার আগেই পুরীর জগন্নাথ মন্দিরে অঘটন! চুরি গেল জগন্নাথ, বলরাম, সুভদ্রার ভেষজ ওষুধ! অভিযোগ তুলছেন খোদ জগন্নাথ মন্দিরের এক বর্ষীয়ান সেবায়ত। মন্দির প্রশাসনের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন ওই সেবায়ত। জগন্নাথ মন্দিরের ইতিহাসে এই ঘটনা প্রথম। যা ক্ষমার অযোগ্য অপরাধ বলে দাবি সেবায়তের।

Advertisement

পুরীর মন্দিরে গারদাঘরা কক্ষে দেবতারদের ওষুধ থাকে। সেখানেই রাখা হয় দশমূল মোদক (বিশেষ ভেষজ ওষুধ)। সেবায়ত হলধর দাসমহাপাত্রের অভিযোগ, শ্রীক্ষেত্রের ওই ঘর থেকে ৭০টি মোদক চুরি গিয়েছে। সোমবার এই মর্মে লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি।

জানা গিয়েছে, সাম্প্রতিক সময়ে দেবতাদের চিকিৎসার জন্য ৩১৩টি দশমূল মোদক তৈরি করেছিলেন রাজবৈদ্য। যা রাখা ছিল নির্দিষ্ট কক্ষে। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী মনে করা হয়, স্নানযাত্রার পর জগন্নাথ, বলরাম, সুভদ্রা অসুস্থ হয়ে পড়েন। এই ওষুধেই তাঁদের ব্যাধি ঠিক হয়!

১১ জুন স্নানযাত্রা সম্পূর্ণ হয়েছে। তিন দেব-দেবী এখন লোকচক্ষুর আড়ালে। রথযাত্রার দিন তাঁরা আবার সামনে আসবেন। তার আগে ২১ জুন একাদশীর রাতে হলধর দাসমহাপাত্র দেবতাদের চিকিৎসার প্রস্তুতি নেওয়ার সময় দেখেন ৭০টি মোদক নেই। তারপরই তিনি বিষয়টি মন্দির কর্তৃপক্ষকে জানান। সোমবার লিখিত অভিযোগ দায়ের হয়েছে। তিনি বলেন, "এটি গুরুতর এবং ক্ষমার অযোগ্য অপরাধ। মন্দিরের ইতিহাসে এমন কখনও ঘটেনি। মন্দির প্রশাসক কমিটির উচিত এই ঘটনার তদন্ত করে অপরাধীকে শাস্তি দেওয়া। প্রয়োজনে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হোক।"

জগন্নাথ মন্দির প্রশাসনের এক কর্মকর্তা অভিযোগ পাওয়ার বিষয়টি স্বীকার করেছেন। তিনি জানিয়েছেন, সব দিক খতিয়ে দেখা হচ্ছে। অভ্যন্তরীণ তদন্ত চলছে। রথযাত্রার আগে এই দেবতাদের ওষুধ চুরি যাওয়ার অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে সেবায়তদের মধ্যে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • রথযাত্রার আগেই পুরীর জগন্নাথ মন্দিরে অঘটন! চুরি গেল জগন্নাথ, বলরাম, সুভদ্রার ভেষজ ওষুধ!
  • অভিযোগ তুলছেন খোদ জগন্নাথ মন্দিরের এক বর্ষীয়ান সেবায়ত। মন্দির প্রশাসনের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন ওই সেবায়ত।
  • জগন্নাথ মন্দিরের ইতিহাসে এই ঘটনা প্রথম। যা ক্ষমার অযোগ্য অপরাধ বলে দাবি সেবায়তের।
Advertisement