shono
Advertisement

মেঘালয়-নাগাল্যান্ডে চলছে ভোটগ্রহণ, নির্বাচনের আগেই এক আসনে জয়ী BJP

মেঘালয়ে এবার চতুর্মুখী লড়াই।
Posted: 09:18 AM Feb 27, 2023Updated: 09:38 AM Feb 27, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উত্তর-পূর্বের দুই রাজ্যে আজ অর্থাৎ সোমবার ভোটগ্রহণ। মেঘালয় (Meghalaya) ও নাগাল্যান্ড (Nagaland)-দুই রাজ্যেই হাড্ডাহাড্ডি লড়াই। মেঘালয়ে বিজেপি ও এনপিপি-কে কড়া চ্যালেঞ্জের মুখে ফেলেছে তৃণমূল। আবার নাগাল্যান্ডে ফের ক্ষমতার ফেরার লক্ষ্যে ঝাঁপিয়েছে বিজেপিও। সে রাজ্য়ে ভোটগ্রহণ শুরুর আগেই এক আসনে কাঙ্খিত জয় হাসিল করেছে বিজেপি। সবমিলিয়ে এদিন ৩৬৯ প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন ১৩ লক্ষ ভোটার। সকলকে ভোটদানের আবেদন জানিয়ে টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

Advertisement

মেঘালয়ে ৬০ আসনের মধ্যে ৫৯ আসনে ভোটগ্রহণ হচ্ছে এদিন। সহিং কেন্দ্রের প্রার্থীর মৃত্যুর পর সেখানে ভোটগ্রহণ স্থগিত রয়েছে। এবার সেই রাজ্যে লড়াই চতুর্মুখী। বিজেপি, কংগ্রেস, এনপিপি-র পাশাপাশি লড়াই করছে তৃণমূলও। ভোটের আগে মুকুল সাংমার নেতৃত্বে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেন বহু বিধায়ক। যার জেরে তৃণমূল সে রাজ্যে প্রধান বিরোধী দলে পরিণত হয়েছিল। প্রচারে ঝড় তুলেছে তারা। ফলে এবারের ভোটে ভাল ফলের আশায় মমতা বন্দ্যোপাধ্য়ায়ের দল। যদিও তৃণমূলেরে চ্য়ালেঞ্জ মানতে নারাজ বিজেপি বা এনপিপি। ঘাসফুল শিবিরকে বহিরাগত বলে কটাক্ষ করেছে তারা।

[আরও পড়ুন: ফের দুর্গাপুরে ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, নেপথ্যে কয়লা কারবার? উঠছে প্রশ্ন]

আবার নাগাল্য়ান্ডের ৬০ আসনের মধ্যে ৫৯ আসনে ভোট গ্রহণ চলছে। কারণ, আকুলুতো কেন্দ্রের কংগ্রেস প্রার্থী নাম প্রত্যাহার করায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেয়েছেন বিজেপি প্রার্থী কেজহিমিতো কেনিমি। সে রাজ্যে এনডিপিপিরপ সঙ্গে জোট বেঁধে লড়াই করছে বিজেপি। তবে তাঁরা ২০ আসনে প্রার্থী দিয়েছে। এদিকে ৪০ আসনে প্রার্থী দিয়েছে এনপিপি। আগামী ২ মার্চ দুই রাজ্যের ভোটগণনা। ২০২৪ সালের লোকসভার আগে উত্তর-পূর্বে এটাই সেমি ফাইনাল বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

 

এর পাশাপাশি দেশের তিন বিধানসভা কেন্দ্রেও চলছে উপনির্বাচন। কড়া নিরাপত্তায় তামিলনাড়ুর এরোদ, ঝাড়খণ্ডের রামগড় ও বাংলার সাগরদিঘী কেন্দ্রে চলছে ভোটগ্রহণ। 

[আরও পড়ুন: বায়োপিকে সিলমোহর? ছবির প্রচারে এসে ইডেনে সৌরভের মুখোমুখি রণবীর কাপুর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement