সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছত্তিশগড়ে (Chhattisgarh) বিধানসভার অধিবেশন শুরু হয়েছে। এই পরিস্থিতিতে বিধায়কদের গাড়ি যাওয়ার রাস্তাতেই দেখা গেল আশ্চর্য দৃশ্য। সম্পূর্ণ নগ্ন হয়ে এক মিছিলে অংশ নিলেন বহু যুবক! উদ্দেশ্য ভিভিআইপিদের দৃষ্টি আকর্ষণ। ইতিমধ্যেই মিছিলের ভিডিও ভাইরাল হয়েছে।
কেন এমন প্রতিবাদ? অভিযোগ, রাজ্যে সরকারি চাকরির আবেদনের সময় বহু ক্ষেত্রে জাল জাতি শংসাপত্র ব্যবহার করা হচ্ছে। ফলে যোগ্য প্রার্থীরা বঞ্চিত হচ্ছেন। আর এরই প্রতিবাদ জানিয়ে ওই মিছিল। উল্লেখ্য, ভুয়ো শংসাপত্র ব্যবহারের অভিযোগ কিন্তু নতুন নয় ছত্তিশগড়ে। কিন্তু তার প্রতিবাদে নগ্ন মিছিল এই প্রথম।
[আরও পড়ুন: ২০ লক্ষ কোটির দুর্নীতির ‘গ্যারান্টি’ বৈঠক! বিরোধী জোটের সম্মেলন শুরুর আগে তোপ মোদির]
ভাইরাল ভিডিওয় দেখা যাচ্ছে হাতে প্ল্যাকার্ড নিয়ে মিছিলে হাঁটছেন আন্দোলনকারীরা। কিন্তু তাঁদের পরনে সুতোও নেই। প্ল্যাকার্ডে লেখা রয়েছে তাঁদের দাবি দাওয়া। ভুয়ো শংসাপত্র দিয়ে যাঁরা চাকরি পেয়েছেন, তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের আরজি জানানো হয়েছে সেখানে।