shono
Advertisement

নিভছে না অশান্তির আগুন, হরিয়ানায় দুটি মসজিদে বোমা দুষ্কৃতীদের

ঘটনার পরেই আরও বাড়ানো হয়েছে নুহ জেলার নিরাপত্তা।
Posted: 12:16 PM Aug 03, 2023Updated: 12:19 PM Aug 03, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের সাম্প্রদায়িক হিংসা ছড়িয়ে পড়ল হরিয়ানায় (Haryana)। জানা গিয়েছে, রাতের অন্ধকারে নুহ জেলার দু’টি মসজিদ লক্ষ্য করে বোমা ছুঁড়েছে দুষ্কৃতীরা। সঙ্গে সঙ্গেই আগুন ধরে যায় মসজিদগুলিতে। তবে ঘটনায় হতাহতের কোনও খবর মেলেনি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাইকে চেপে এসেছিল দুই দুষ্কৃতী। বোতল বোমা ছুঁড়ে পালিয়ে যায় তারা। একটি চুড়ির দোকানেও আগুন ধরানোর খবর মিলেছে। এই ঘটনার পরে নুহ-তে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।

Advertisement

ঘটনার সূত্রপাত বুধবার রাত সাড়ে এগারোটা নাগাদ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিজয় চক এলাকার একটি মসজিদে বোমা ছোঁড়া হয়েছে। তারপরেই থানার নিকটবর্তী একটি মসজিদেও একইভাবে হামলার খবর মেলে। বোমা পড়ার সঙ্গে সঙ্গেই আগুন ধরে যায় গোটা মসজিদে। শেষ পর্যন্ত ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায় দমকলবাহিনী। মসজিদগুলি বেশ খানিকটা ক্ষতিগ্রস্ত হয়েছে বলেই জানা গিয়েছে। তবে আগুন লেগে হতাহতের কোনও খবর মেলেনি। 

[আরও পড়ুন: যৌন হেনস্তার পর বেআইনিভাবে বালি খননের অভিযোগ, নয়া কেলেঙ্কারিতে বিপাকে ব্রিজভূষণ]

প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, মলোটোভ ককটেল ব্যবহার করেছে দুষ্কৃতীরা। বোতল বোমা ফাটার কারণেই মসজিদে আগুন ধরেছে। তবে দুষ্কৃতীদের এখনও খোঁজ মেলেনি। অন্যদিকে, বুধবার রাতেই পালওয়ালের মিনার গেট এলাকার একটি চুড়ির দোকানেও আগুন ধরিয়ে দেয় অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা। ইতিমধ্যেই কারফিউ জারি করা হয়েছে নুহ জেলায়। বুধবারের ঘটনার পরে আরও বাড়ানো হয়েছে নিরাপত্তা।

প্রসঙ্গত, গত সোমবার থেকে সাম্প্রদায়িক হিংসায় বিধ্বস্ত হরিয়ানা। বিশ্ব হিন্দু পরিষদের একটি মিছিল থেকেই হিংসার সূত্রপাত। ইতিমধ্যেই সেরাজ্যের নুহ-তে ৬ জনের মৃত্যু হয়েছে। তারপর থেকেই একাধিকবার হিংসার খবর এসেছে হরিয়ানার নানা প্রান্ত থেকে।

[আরও পড়ুন: বোরখা পরা কেন? মুম্বইয়ে ছাত্রীদের কলেজে ঢুকতে বাধা, বিক্ষোভ পড়ুয়াদের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement