সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আট বছরের এক বালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল প্রতিবেশী কিশোরের বিরুদ্ধে। গত বৃহস্পতিবার বিকেলে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ভিন্দ জেলায়। অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, ঘটনার দিন বাড়িতে একা ছিল ওই নাবালিকা। সেই সুযোগে অভিযুক্ত লুকিয়ে তার ঘরে প্রবেশ করে। তারপরই সে নাবালিকাকে ধর্ষণ করে বলে অভিযোগ। নাবালিকার আর্তনাদে ছুটে আসেন স্থানীয় মানুষজন। ভয় পেয়ে অভিযুক্ত সেখান থেকে পালাতে গেলে তাকে হাতেনাতে ধরে ফেলেন প্রতিবেশীরা। এরপরই খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ আধিকারিকরা ঘটানাস্থলে পৌঁছে তাকে আটক করে।
পুলিশ সূত্রে খবর, বছর সতেরোর অভিযুক্ত ওই কিশোর দশম শ্রেণির ছাত্র। সে নাবালিকার বাড়ির পাশেই বসবাস করে। ছোট থেকেই সে বিভিন্ন অসামাজিক কাজের সঙ্গে জড়িত বলে দাবি পুলিশের। ইতিমধ্যেই পকসো ধারায় তার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, নির্যাতিতার শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল। সে বর্তমানে তার বাবা-মায়ের সঙ্গেই রয়েছে। তার বয়ান খুব শীঘ্রই রেকর্ড করা হবে বলে পুলিশের তরফ থেকে জানানো হয়েছে।
