সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নানা রকম ডাকাতির কথাই শোনা যায়। কিন্তু তা বলে পিঁয়াজ লুঠ? যোগীরাজ্যে (Uttar Pradesh) ৬০ বস্তা পিঁয়াজ (Onion) লুঠ করে পালানোর অভিযোগ উঠল এক তরুণের বিরুদ্ধে। পুলিশ গ্রেপ্তার করেছে ২৪ বছরের অভিযুক্তকে।
জানা যাচ্ছে, অভিযুক্ত যুবকের নাম কৃষ্ণকুমার পাল ওরফে সোনু। গত রবিবার উত্তরপ্রদেশের জসরা মান্ডি থেকে প্রতাপগড়ে পিঁয়াজ নিয়ে যাচ্ছিলেন দুই ব্যবসায়ী। সেই সময়ই সেখানে চড়াও হয় ওই তরুণ। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ছ’টি ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে। সে এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ের হল্যান্ড হল হস্টেলে থাকত বেআইনি ভাবে। ধরা পড়ার পরও সে নিজেকে পড়ুয়া বলে দাবি করেছিল।
[আরও পড়ুন: মুসলিম মহিলাদের ডিভোর্স চাওয়ার অধিকার দিয়েছে ইসলামই, মন্তব্য কেরল হাই কোর্টের]
ঠিক কী হয়েছিল? প্রয়াগরাজের পুলিশ কর্তা শৈলেশকুমার পাণ্ডে বলেছেন, ”গত ৩০ অক্টোবর সন্দীপ কুমার নামের এক ব্যবসায়ী কর্নেলগঞ্জ থানায় এসে পিঁয়াজ চুরির অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগ, তিনি ও তাঁর সহকর্মী প্রিয়াংশু কুশওয়াহা প্রতাপগড়ের দিকে যাচ্ছিলেন। একটি পিক আপ ভ্যানে প্রায় ৩৪ কুইন্টাল পিঁয়াজ নিয়ে যাচ্ছিলেন তাঁরা। গন্তব্যের কাছাকাছি পৌঁছতেই সেখানে হাজির হয় অভিযুক্ত। গাড়ি থামিয়ে ১ লক্ষ টাকা চায় সে।”
তিনি আরও জানিয়েছেন, টাকা দিতে অস্বীকার করায় দু’জনকে ধরে হস্টেলে নিয়ে আসে অভিযুক্ত। আটকেও রাখে দীর্ঘক্ষণ। এবং পিঁয়াজের বস্তাও গাড়ি থেকে নামিয়ে নেওয়া হয়। কেবল পিঁয়াজই নয়, নগদ ১১ হাজার ৩০০ টাকাও ছিনতাই করে সে। বলা যায়, ওই টাকা নেওয়ার পরেই তাদের ছাড়তে সম্মত হয় সে। তাঁদের মুক্ত করে গাড়ির চাবি ফেরত দেয়। পরে ওই দুই ব্যবসায়ী পুলিশে অভিযোগ দায়ের করলে শুরু হয় তদন্ত। গ্রেপ্তার হয় অভিযুক্ত তরুণ।