সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একেই বলে খ্যাতির বিড়ম্বনা। মহাকুম্ভে পা রেখে রাতারাতি সেনসেশন হয়ে উঠেছে পাথরের মালা বিক্রেতা মোনালিসা। ভাইরাল তার নানা মুহূর্তের ভিডিও। তার হাসি, কাজল চোখের চাহনিতে ডুব দিচ্ছে নেটদুনিয়া। তবে এই খ্য়াতির জেরেই ভয়ংকর পরিস্থিতির শিকার হল ইন্দোরের ষোড়শী। 'আমি ভীষণ ভয় পেয়েছি', নিজেই জানাল সেই অভিজ্ঞতার কথা।
ঠিক কী ঘটনা ঘটেছে? একবার নয়, আসলে দুবার বিপজ্জনক পরিস্থিতির মুখে পড়তে হয়েছে মোনালিসাকে। পাথরের মালা বিক্রি করতে মহাকুম্ভে পরিবারের সঙ্গে এসেছিল সে। কিন্তু প্রয়াগরাজে আগতদের ক্যামেরাবন্দি হতেই জনপ্রিয়তার শিখরে পৌঁছে যায় সুন্দরী। এরপর শুধুমাত্র তার খোঁজেই মেলায় পৌঁছে গিয়েছে অনেকে। যাতে কার্যত লাটে ওঠার জোগাড় ওই পরিবারের ব্যবসা। বিক্রিবাটা কমেছে এক ঝটকায় অনেকটা। উলটে সেখানে মানুষ ভিড় জমাচ্ছে একবার মোনালিসাকে দেখতে। কিন্তু বিষয়টি এতটুকুতেই থেমে থাকেনি। মোনালিসা জানায়, অজ্ঞাতপরিচয় কয়েকজন জোর করে তাদের তাঁবুতে ঢোকার চেষ্টা করে। সে বাধা দিতে চাইলে তারা দাবি করে, মোনালিসার বাবাই নাকি তাদের পাঠিয়েছে। তরুণীর কথায়, "আমি বলি বাবা বলে থাকলে বাবার কাছেই যাও। তাঁবুতে কোনও আলো নেই। যদি কেউ কিছু করে! ওরা তাও জোর করে ঢুকে আমার সঙ্গে ছবি তোলার চেষ্টা করে। এরই মধ্যে বাবা এসে জানায় তিনি কাউকে পাঠাননি। ওই লোকগুলোকে আমার ভাই বাধা দেওয়ার চেষ্টা করলে ওরা ভাইকেও মারধর করে।"
শুধু তাঁবুতেই নয়, প্রকাশ্যেও হেনস্তার শিকার হয় মোনালিসা। সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, যেখানে তার পরিবার মালা বিক্রি করছিল, সেখানেই জড়ো হয় বেশ কয়েকজন যুবক। মোনালিসাকে নিয়ে কার্যত টানাটানি করার চেষ্টা করে। তাকে চাদর চাপা দিয়ে কোনওক্রমে যুবকদের হাত থেকে বাঁচিয়ে সেখান থেকে নিয়ে যায় পরিবারের সদস্যরা। মোনালিসার বোন ফ্রি প্রেস জার্নালকে জানায়, "ওর জন্য ব্যবসায় ভীষণ সমস্যা হচ্ছিল। সেই জন্য পরিবার ওকে বাড়ি পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়।"
উল্লেখ্য, ইতিমধ্যে নিজের ইউটিউব চ্যানেল খুলেছে মোনালিসা। বিউটি পার্লারে গিয়ে নিজেকে নতুন করে সাজিয়েও তুলেছে। এমনকী আল্লু অর্জুনের 'পুষ্পা ৩' ছবিতেও নাকি সুযোগ পেতে চলেছে সে। কিন্তু খ্যাতির বিড়ম্বনায় আপাতত মেলা থেকে বাড়ি ফিরতে হল তাকে।