shono
Advertisement
USA

একধাক্কায় ২০০০ ভারতীয়র ভিসা বাতিল! চাঞ্চল্যকর সিদ্ধান্ত ট্রাম্প প্রশাসনের

গত কয়েকবছরে ভারতীয়দের ভিসা দেওয়ার ক্ষেত্রে কড়াকড়ি বাড়িয়েছে আমেরিকা।
Published By: Anwesha AdhikaryPosted: 08:32 PM Mar 27, 2025Updated: 08:32 PM Mar 27, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একধাক্কায় ২০০০ ভারতীয়র ভিসার আবেদন বাতিল করে দিল আমেরিকা! বুধবার এই তথ্য প্রকাশ করেছে মার্কিন দূতাবাস। বাতিল হওয়া ভিসার মধ্যে অধিকাংশই বেড়াতে যাওয়া বা ব্যবসার জন্য আবেদন করা হয়েছিল। নির্দেশ জারি হওয়ার সঙ্গে সঙ্গেই ভিসার আবেদন বাতিলের বিষয়টি কার্যকর হবে বলেই জানিয়েছে দূতাবাস।

Advertisement

বুধবার ভারতের মার্কিন দূতাবাসের তরফে এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করা হয়। সেখানে জানানো হয়, 'দু'হাজারেরও বেশি ভিসার অ্যাপয়েন্টমেন্ট বাতিল করা হল। তার কারণ, এই অ্যাপয়েন্টমেন্ট স্থির করেছিল বট। আমাদের নিয়মের বিরোধিতা করলে সেটা মোটেও বরদাস্ত করা হবে না।' ভিসার আবেদন নিয়ে একাধিক জালিয়াতির অভিযোগ রয়েছে। অসৎ উপায়ে ভিসার আবেদনগুলির অ্যাপয়েন্টমেন্টই বটের মাধ্যেমে হয়েছে বলে অনুমান। সেকারণেই এই ভিসার আবেদনগুলি খারিজ করল ভারতের মার্কিন দূতাবাস।

প্রসঙ্গত, দিনকয়েক আগে প্যালেস্টাইনের সমর্থনে মিছিলে হাঁটা, স্লোগান তোলা, কখনও আবার হামাসের হয়ে গলা চড়ানো–একাধিক সন্ত্রাসবাদী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ভারতীয় পড়ুয়া রঞ্জনী শ্রীনিবাসনের ভিসা বাতিল করে দিয়েছিল ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের পিএইচডি-র ছাত্রীর বিরুদ্ধে অভিযোগ ওঠে, তিনি নাকি হামাস জঙ্গিদের সমর্থন করে নানা কার্যকলাপ করেছেন। বাধ্য হয়ে আমেরিকা ছেড়ে কানাডায় চলে গিয়েছিলেন তিনি।

উল্লেখ্য, ট্রাম্প মসনদে বসার পর অবৈধভাবে আমেরিকায় বসবাসকারীদের নিয়ে কঠোর সিদ্ধান্ত নিয়েছেন। ভারতীয়দের ফেরত পাঠানোর কাজ শুরু হয়েছে। একেবারে অপরাধীদের মতো হাতে-পায়ে শিকল বেঁধে সেনা বিমানে তাঁদের ফিরতে হয়েছে। শুধু তাই নয়, গত কয়েকবছরে ভারতীয়দের ভিসা দেওয়ার ক্ষেত্রে কড়াকড়ি বাড়িয়েছে আমেরিকা। এবার জালিয়াতির অভিযোগ তুলে ভারতীয়দের ভিসার আবেদন বাতিল করে দিল আমেরিকা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বুধবার ভারতের মার্কিন দূতাবাসের তরফে এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করা হয়।
  • দিনকয়েক আগে প্যালেস্টাইনের সমর্থনে মিছিলে হাঁটা, স্লোগান তোলা, কখনও আবার হামাসের হয়ে গলা চড়ানো–একাধিক সন্ত্রাসবাদী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ভারতীয় পড়ুয়া রঞ্জনী শ্রীনিবাসনের ভিসা বাতিল করে দিয়েছিল ডোনাল্ড ট্রাম্প প্রশাসন।
  • ট্রাম্প মসনদে বসার পর অবৈধভাবে আমেরিকায় বসবাসকারীদের নিয়ে কঠোর সিদ্ধান্ত নিয়েছেন। ভারতীয়দের ফেরত পাঠানোর কাজ শুরু হয়েছে।
Advertisement