shono
Advertisement
Rekha Gupta

'চমকেগা নাম রেখা গুপ্ত', বউমা দিল্লির মুখ্যমন্ত্রী হতেই উচ্ছ্বসিত শাশুড়িমা

রাজনীতির পাশাপাশি ঘরের কাজটাও নিপুণ হাতে সামলান রেখা, বলছেন গর্বিত শাশুড়ি।
Published By: Anwesha AdhikaryPosted: 12:21 AM Feb 20, 2025Updated: 12:23 AM Feb 20, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রথমবার বিধানসভা ভোটে জিতেই সোজা মুখ্যমন্ত্রী হয়েছেন তাঁর আদরের বউমা। তাই আনন্দের সাগরে ভাসছেন রেখা গুপ্তর শাশুড়ি। সাফ জানিয়ে দিলেন, 'চমকেগা নাম রেখা গুপ্ত, চমকেগা দিল্লি'। বউমাকে দরাজ সার্টিফিকেট দিয়ে আরও জানালেন, রাজনীতির পাশাপাশি ঘরের কাজটাও নিপুণ হাতে সামলান রেখা। স্ত্রীর এমন সাফল্যে গর্বিত রেখার স্বামী মণীশও।

Advertisement

রাজধানীর চতুর্থ মহিলা মুখ্যমন্ত্রীকে এক্স হ্যান্ডেলে শুভেচ্ছা জানিয়েছে দিল্লি বিজেপি। সেখানে লেখা হয়েছে, “দিল্লি বিজেপির নেতা নির্বাচিত হওয়ার জন্য শ্রীমতি রেখা গুপ্তজিকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আমাদের পূর্ণ বিশ্বাস যে আপনার নেতৃত্বে রাজ্য এগিয়ে যাবে।” মুখ্যমন্ত্রী পদের সবচেয়ে বড় দাবিদার প্রবেশ শর্মা জানিয়েছেন, নারী সশক্তিকরণের লক্ষ্যেই দিল্লির মুখ্যমন্ত্রী হিসাবে বেছে নেওয়া হয়েছে রেখাকে। বিদায়ী মুখ্যমন্ত্রী অতিশী, আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালও বিশেষ বার্তা দিয়েছেন দিল্লির চতুর্থ মহিলা মুখ্যমন্ত্রীকে।

তবে সকলকে ছাপিয়ে গিয়েছে রেখার শাশুড়ির উচ্ছ্বাস। আগামী দিনে বউমার নামের সঙ্গেই চকমক করে উঠবে গোটা দিল্লি, এমনটাই তাঁর ভবিষ্যদ্বাণী। রাজধানীর মুখ্যমন্ত্রী হিসাবে রেখার নাম ঘোষণার পরেই তাঁর বাড়ির সামনে উৎসব শুরু হয়ে যায়। সেই দেখে গর্বিত শাশুড়িমার মন্তব্য, 'আশেপাশে দেখ একেবারে উৎসবের মেজাজ। বিয়েবাড়ির চেয়েও বেশি আনন্দ এখানে। সবাই আনন্দে নাচছে, লাফাচ্ছে। চারদিকে কেবলই খুশি।'

আদরের বউমাকে সার্টিফিকেট দিয়ে জানালেন, "ও কিন্তু ঘরের কাজও করে। পরিবারের কেউ কোনওদিন অভিযোগ করতে পারবে না।" রেখার স্বামী মণীশ জানালেন, "আমরা খুব খুশি। চারদিকে বিজেপির জয়জয়কার।" উল্লেখ্য , ১৯৯৮ সালে স্পেয়ার পার্টস ব্যবসায়ী মণীশ গুপ্তকে বিয়ে করেন রেখা। সদ্যসমাপ্ত বিধানসভা নির্বাচনে আপের ১০ বছরের শক্ত ঘাঁটি শালিমার বাগ থেকে জিতে প্রথমবার বিধায়ক হয়েছেন। সেই ‘আনকোরা’ মুখকেই মুখ্যমন্ত্রী পদের জন্য বেছে নিয়েছে বিজেপি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বিদায়ী মুখ্যমন্ত্রী অতিশী, আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালও বিশেষ বার্তা দিয়েছেন দিল্লির চতুর্থ মহিলা মুখ্যমন্ত্রীকে।
  • সকলকে ছাপিয়ে গিয়েছে রেখার শাশুড়ির উচ্ছ্বাস। আগামী দিনে বউমার নামের সঙ্গেই চকমক করে উঠবে গোটা দিল্লি, এমনটাই তাঁর ভবিষ্যদ্বাণী।
  • ১৯৯৮ সালে স্পেয়ার পার্টস ব্যবসায়ী মণীশ গুপ্তকে বিয়ে করেন রেখা।
Advertisement