সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এ দেশে কন্যাসন্তান খুনের অভিযোগ ওঠে প্রায় রোজই৷ কিন্তু মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে সম্প্রতি যা ঘটল, তা একেবারেই বিপরীত৷ চেয়েছিলেন মেয়ে৷ কিন্তু জন্ম দিয়েছেন পুত্রসন্তানের৷ তার জেরে নিজের ১০ মাসের পুত্রসন্তানকে খুনের অভিযোগ উঠল মায়ের বিরুদ্ধে৷ একটি জল ভরতি ড্রামের ভিতর থেকে শিশুর দেহ উদ্ধার করা হয়েছে৷ ঘটনা প্রকাশ্যে আসতেই হতবাক সকলে৷ একজন মা কীভাবে তার সন্তানকে নিজের হাতে খুন করতে পারে, উঠছে সেই প্রশ্ন৷
[নিরাপত্তায় মোড়া অমরনাথ যাত্রা, তৈরি হচ্ছে সেনার মোটরসাইকেল স্কোয়াড]
মৃতের নাম প্রেম। ছেলে নিখোঁজ হয়ে গিয়েছে৷ সম্ভবত কেউ অপহরণ করেছে তাকে৷ বিদকিন থানার পুলিশের কাছে গিয়ে এমনই অভিযোগ করেছিলেন পৈঠানখেড়া গ্রামের বাসিন্দা ওই মহিলা৷ মিসিং ডায়েরি হওয়া মাত্রই দশ মাসের শিশুপুত্রের খোঁজ শুরু করে পুলিশ৷ শিশুর বাড়ির চৌহদ্দিতে তন্নতন্ন করে সন্ধান চালায় তারা৷ সঙ্গে তথ্যের খোঁজে চলে মাকে জেরা৷ ইতিমধ্যেই বাড়ির বারান্দায় রাখা জল ভরতি ড্রামে উঁকি মারতেই সামনে আসে নয়া তথ্য৷ ড্রামের জলে ভাসতে দেখা যায় দশমাসের শিশুর দেহ৷ ছোট্ট প্রেমের দেহ ময়নাতদন্তে পাঠায় পুলিশ৷
কীভাবে মৃত্যু হল প্রেমের? নিছকই দুর্ঘটনা নাকি খুন? দেহ উদ্ধারের পরই সামনে আসে এই প্রশ্ন৷ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু হয়৷ শিশুমৃত্যুর তদন্তে নেমে বেশ কয়েকজন আত্মীয়কে জেরা করে পুলিশ৷ কিন্তু তাতেও কিনারা হয়নি ঘটনার৷ অবশেষে শিশুর মাকে দ্বিতীয়বার জিজ্ঞাসাবাদ করে পুলিশ৷ দীর্ঘক্ষণের একটানা জেরায় ভেঙে পড়ে মৃত শিশুর মা৷ ছেলেকে নিজেই খুন করেছে বলে জেরায় জানায় সে৷ প্রেমের আগেও একটি পুত্রসন্তানের জন্ম দেয় ওই মহিলা৷ দ্বিতীয়বার কন্যাসন্তান হবে, এই আশা করেছিল সে৷ কিন্তু কন্যাসন্তানের পরিবর্তে এবার পুত্রসন্তান হয়৷ সেই হতাশা থেকেই ছেলেকে খুনের সিদ্ধান্ত নেয় সে৷ স্বীকারোক্তির পরই পুলিশ ওই মহিলাকে গ্রেপ্তার করেছে৷ তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০২ধারায় মামলা রুজু হয়েছে৷
[২০১৯-এর আগেই অযোধ্যায় রামমন্দির নির্মাণ হবে, দাবি যোগী আদিত্যনাথের]
The post এ যেন উলটপুরাণ! কন্যাসন্তানের চাহিদায় ১০ মাসের পুত্রকে খুন করল মা appeared first on Sangbad Pratidin.
