সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আতসবাজি ফেটে চলন্ত ট্রেনে অগ্নিকাণ্ড। সোমবার রাতে এই দুর্ঘটনা ঘটেছে হরিয়ানার রোহতকে। অগ্নিকাণ্ডের জেরে বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন বলে জানা গিয়েছে রেল সূত্রে। ঘটনার জেরে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। ট্রেনের মধ্যে দাহ্য পদার্থ বহন করা আইনত নিষিদ্ধ। সেখানে আতসবাজি বিস্ফোরণের ঘটনায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে রেলের নিরাপত্তা নিয়ে।
রেল সূত্রে জানা গিয়েছে, সোমবার হরিয়ানার জিন্দ থেকে দিল্লির উদ্দেশে যাচ্ছিল ট্রেনটি। পথে হরিয়ানার রোহতকের কাছে ট্রেনের মধ্যে আগুন দেখতে পান যাত্রীরা। অল্প সময়ের মধ্যে ধোঁয়ায় ভরে যায় ট্রেনের নির্দিষ্ট একটি কামরা। যদিও আগুন অন্য কামরায় ছড়িয়ে পড়ার আগেই তা নিভিয়ে দেওয়া হয়। যার জেরে বড়সড় দুর্ঘটনার এড়ানো সম্ভব হয়েছে। যদিও অগ্নিকাণ্ডের জেরে ৪ জন যাত্রী সামান্য আহত হয়েছে বলে খবর।
প্রাথমিক তদন্তে রেল সূত্রে জানা গিয়েছে, ট্রেনের মধ্যে আতসবাজি নিয়ে যাচ্ছিলেন কোনও এক যাত্রী। সেই সময় কোনওভাবে বিস্ফোরণ ঘটে সেই আতসবাজিতে। এর পর শর্টসার্কিটের জেরে আগুন লেগে যায় ট্রেনে। দুর্ঘটনার খবর পেয়ে সেখানে উপস্থিত হন রেলের আধিকারিকরা। পাশাপাশি ঘটনাস্থলে আসে ফরেন্সিক টিম। বিস্ফোরণস্থল থেকে সালফার ও পটাশিয়ামের নমুনা পাওয়া গিয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে দেশের নানা প্রান্তে রেলে নাশকতার ষড়যন্ত্র প্রকাশ্যে এসেছে। কোথাও রেল লাইনের উপর সিমেন্টের স্ল্যাব তো কোথাও লাইনের উপর ডিটোনেটর, পেট্রোলের সামগ্রী উদ্ধার করা হয়েছে। এই সবের মাঝেই এবার ট্রেনে নিষিদ্ধ আতসবাজি বহন ও বিস্ফোরণের ঘটনায় প্রশ্নের মুখে ভারতীয় রেল।