shono
Advertisement

সংসদে মেজাজ হারিয়ে ধনকড়ের দিকে আঙুল তুললেন জয়া বচ্চন, নেটদুনিয়ায় নিন্দার ঝড়

ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়।
Posted: 06:38 PM Feb 12, 2023Updated: 06:38 PM Feb 12, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সংসদে মেজাজ হারিয়ে ফের শিরোনামে জয়া বচ্চন। এবার রাগের মাথায় রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকড়ের দিকে আঙুল তুলে কথা বললেন বর্ষীয়ান অভিনেত্রী তথা সাংসদ। যে ঘটনার ভিডিও ছড়িয়ে পড়তেই নিন্দার ঝড় উঠেছে নেটদুনিয়ায়।

Advertisement

ঘটনা গত ৯ ফেব্রুয়ারির। বাজেট অধিবেশনে আদানি-হিন্ডেনবার্গ ইস্যুতে উত্তর হয়ে ওঠে সাংসদ। ভাইরাল হওয়া ভিডিও ক্লিপিংয়ে দেখা যাচ্ছে, সেই পরিস্থিতিতে উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান খনকড়ের (Vice President Jagdeep Dhankhar) দিকে তাকিয়ে আঙুল উঁচিয়ে কার্যত তেড়ে যাচ্ছেন তিনি। তা সত্ত্বেও মেজাজ হারাননি ধনকড়। বরং সকলকে নিজেদের স্থানে বসার অনুরোধ জানান। তবে সেই ভিডিও সোশ্যাল মাধ্যমে ছড়িয়ে পড়তেই তুমুল সমালোচনার মুখে পড়েছেন অমিতাভজায়া। রাজ্যসভার সমাজবাদী পার্টির সাংসদকে তুলোধোনা করতে ছাড়েনি গেরুয়া শিবির।

[আরও পড়ুন: আশঙ্কাই সত্যি, ধরমশালা থেকে সরল ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় টেস্ট, কোথায় হবে ম্যাচ?]

বিজেপি (BJP) নেতা অজয় শেরায়ত ভিডিওটি শেয়ার করে লিখেছেন, “রাজ্যসভায় জয়া বচ্চনের আচরণকে ধিক্কার জানাই।” বিজেপি মুখপাত্র অনুজা কাপুর সমালোচনা করে বলেন, “পার্টির ভাবমূর্তি যেমনই হোক না কেন, আপনি অন্তত নিজের পদের মর্যাদাটা রাখতে পারতেন।”

কিন্তু কেন এভাবে মেজাজ হারালেন জয়া বচ্চন (Jaya Bachchan)? জানা গিয়েছে, বাজেট অধিবেশনে রাজ্যসভার চেয়ারম্যানের নির্দেশ অমান্য করার জন্য কংগ্রেস সাংসদ রজনী পাতিলকে সাসপেন্ড করা হয়েছিল। সে সময় তাঁর পাশে দাঁড়ান জয়া। এবং দাবি করেন, নিজের সমর্থনে রজনী পাতিলকে বলতে দেওয়া হয়নি। সেই প্রেক্ষিতেই মেজাজ হারান বর্ষীয়ান অভিনেত্রী।

[আরও পড়ুন: অযোধ্যা মামলায় ঐতিহাসিক রায় দিয়েছিলেন, এবার রাজ্যপালের পদ পেলেন সেই বিচারপতি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement