সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খোদ মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসাবাদ। 'মুডা' দুর্নীতি কাণ্ডে উত্তাল কন্নড় রাজনীতি। অস্বস্তিতে কংগ্রেস।
মুডা অর্থাৎ মাইশুরু নগর নিগম উন্নয়ন সংস্থায় দুর্নীতির অভিযোগে দীর্ঘদিন ধরেই চাপে কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। বুধবার তাঁকে তলব করেছিল সেরাজ্যের লোকায়ুক্ত পুলিশ। এদিন লোকায়ুক্ত পুলিশের দপ্তরে প্রায় দুঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় সিদ্দাকে। পুরো জিজ্ঞাসাবাদ পর্ব ভিডিওগ্রাফি করা হয়েছে। আগামী ২৪ ডিসেম্বর ওই জিজ্ঞাসাবাদের নির্যাস আদালতে পেশ করবে লোকায়ুক্ত। সিদ্দারামাইয়ার দাবি, তিনি জিজ্ঞাসাবাদ পর্বে লোকায়ুক্তের সব প্রশ্নের জবাব দিয়েছেন।
উল্লেখ্য, মুখ্যমন্ত্রী পদে বসার এক বছরের মধ্যেই গুরুতর অভিযোগ ওঠে সিদ্দারামাইয়ার বিরুদ্ধে। ৩ জন আন্দোলনকারী রাজ্যপালের কাছে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সরকারি জমির প্লট নিয়ে দুর্নীতির অভিযোগ আনেন। আন্দোলনকারীদের দাবি, সিদ্দারামাইয়া নথিপত্র বদলে তাঁর স্ত্রী পার্বতীকে মুডা বা মহীশূর নগরোন্নয়ন কর্তৃপক্ষের আবাসন প্রকল্পে মহার্ঘ প্লট সস্তায় পাইয়ে দিয়েছেন। এর ফলে তিনি প্রায় তিন হাজার কোটি টাকার সুবিধা পেয়েছেন। পরে রাজ্যপাল থাওয়ারচাঁদ গেহলট মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেন। আপাতত এই মামলার তদন্ত করছে লোকায়ুক্ত এবং ইডি।
দিন কয়েক আগে এই দুর্নীতির অভিযোগে আরেক অভিযুক্ত 'মুডা'র প্রধান কে মারিগৌড়া পদত্যাগ করেন। মুডা প্রধানের পদত্যাগের পর সিদ্দারামাইয়ার উপর চাপ বাড়ানো শুরু করেছে বিজেপি। সিদ্দার পদত্যাগ চেয়ে একের পর এক বিজেপি নেতা সরব হচ্ছেন। এর মধ্যে আবার নতুন করে তদন্তের চাপ বাড়ছে। সব মিলিয়ে অস্বস্তিতে কংগ্রেসও। গোটা দেশে হাত শিবিরের জনা তিনেক মাত্র মুখ্যমন্ত্রী রয়েছেন। তাদের মধ্যেই একজন এ হেন গুরুতর অভিযোগে বিদ্ধ।