shono
Advertisement

Breaking News

Mumbai

প্যান্টে প্রস্রাব, রাগে ৪ বছরের খুদের পেটে লাথি মায়ের প্রেমিকের! প্রাণ গেল শিশুর

অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।
Published By: Suchinta Pal ChowdhuryPosted: 04:34 PM Nov 02, 2024Updated: 04:34 PM Nov 02, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চার বছরের খুদে। ভুলবশত প্যান্টে প্রস্রাব করে ফেলেছিল। আর তাতেই রাগে ফুঁসে ওঠে মায়ের প্রেমিক। শিশুটির পেটে সজোরে লাথি মারে! সেই আঘাতেই শিশুটির মৃত্যু হয় বলে অভিযোগ। ভয়ংকর এই ঘটনা মুম্বইয়ের কুরলার নেহরু নগরের। 

Advertisement

পুলিশ সূত্রে খবর, মৃত শিশুটির নাম ওঙ্কার। তার মা পূজাকুমারী চন্দ্রবংশী একটি রেস্তরাঁয় রাঁধুনির কাজ করেন। ঘটনার দিন প্রেমিক রীতেশ কুমারকে বাড়িতে ডাকেন তিনি। কিছুক্ষণ ছেলেকে দেখতে বলে কাজে যান পূজা। জানা গিয়েছে, সেসময় পাড়ার অন্য বাচ্চাদের সঙ্গে লেখা করছিল ওঙ্কার। খেলতে খেলতে না বুঝেই প্যান্টে প্রস্রাব করে ফেলে সে। ছুটে এসে সেই কথা জানায় রীতেশকে। যা দেখেই মাথায় রক্ত চড়ে যায় তাঁর।

অভিযোগ, প্রস্রাবের কথা বলতেই ওঙ্কারের পেটে লাথি মারে রীতেশ। ব্যথায় লুটিয়ে পড়ে ছোট্ট শিশুটি। এর খানিক পরে বাড়ি ফিরে আসেন পূজা। তখনই মাকে ওঙ্কার জানায় পেটে ব্যথার কথা। বেশ কয়েকবার বমিও করে সে। গোটা বিষয়টি জানতে পারেন পূজা। প্রশ্ন করেন রীতেশকে যে কেন সে এমন করেছে। কিন্তু কোনও উত্তর না দিয়েই সেখান থেকে চলে যায় রীতেশ। ততক্ষণে শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে ওঙ্কারের। তাকে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে নিয়ে যাওয়া হয় বেসরকারি হাসপাতালে। সেখানেই মৃত্যু হয় ওঙ্কারের। এর পরই প্রেমিকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন পূজা। যার ভিত্তিকে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ভয়ংকর এই ঘটনা মুম্বইয়ের কুরলার নেহরু নগরের। 
  • মৃত শিশুটির নাম ওঙ্কার। তার মা পূজাকুমারী চন্দ্রবংশী একটি রেস্তরাঁয় রাঁধুনির কাজ করেন।
  • ঘটনার দিন প্রেমিক রীতেশ কুমারকে বাড়িতে ডাকেন তিনি। কিছুক্ষণ ছেলেকে দেখতে বলে কাজে যান পূজা।
Advertisement