shono
Advertisement

গরু পাচারকারী সন্দেহে রাজস্থানে এক ব্যক্তিকে পিটিয়ে খুন

এবার দাদরির ছায়া রাজস্থানে৷ The post গরু পাচারকারী সন্দেহে রাজস্থানে এক ব্যক্তিকে পিটিয়ে খুন appeared first on Sangbad Pratidin.
Posted: 06:57 AM Apr 05, 2017Updated: 02:56 PM Dec 20, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার দাদরির ছায়া রাজস্থানে৷ গরু পাচারকারী সন্দেহে পিটিয়ে মারা হল পেহেলু খান নামের এক মুসলিম ব্যক্তিকে৷ পুলিশ সুত্রে খবর, শনিবার রাজস্থানের আলওয়ার রাজপথে একটি গরু বোঝাই গাড়ি নিয়ে যাচ্ছিলেন পেহেলু-সহ ৬ জন৷ তখনই মাঝপথে গাড়ি থামিয়ে ১০-১৫ জনের একটি দল তাঁদের উপর চড়াও হয়৷ গরু পাচারকারী সন্দেহে বেধড়ক মারধর করা হয় তাঁদের৷ তারপর গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে সোমবার মৃত্যু হয় পেহেলু খানের৷

Advertisement

#WATCH: 5 men beaten up & their vehicle vandalised by cow vigilantes in Rajasthan’s Alwar; later 1 man succumbed to injuries (01.04.2017) pic.twitter.com/almfW9W954

— ANI (@ANI_news) April 5, 2017

১৯৯৫ সালে রাজস্থানে আইন করে কসাইখানার জন্য গরু নিয়ে যাওয়া নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল৷ তবে কৃষিকাজের জন্য সংশ্লিষ্ট দপ্তর থেকে অনুমতি পত্র নিয়ে গরুদের স্থানান্তর করা যায়৷ যদিও এই ঘটনায় মৃত ব্যক্তির কছে অনুমতি ছিল কি না তা এখনও জানে না পুলিশ৷ ইতিমধ্যে মৃতের পরিবার এসডিও-র সঙ্গে দেখা করে অভিযোগ দায়ের করেছে৷ এই ঘটনায় একটি এফআইআর দায়ের করাও হয়েছে৷ তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি৷ প্রসঙ্গত, গত বছর সেপ্টেম্বরে আলওয়ারের রঘুনাথগড়ে গো-হত্যার অভিযোগে সংখ্যালঘুদের প্রায় ৪০টি ঘরে হামলা চালায় একটি দল৷

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের দেখানো পথে বেআইনি কসাইখানার উপর লাগাম টেনেছে রাজস্থান, উত্তরাখণ্ড, ছত্তিশগড় ও মধ্যপ্রদেশ৷ কয়েকদিন আগেই গুজরাটে আইন সংশোধন করে গো-হত্যার জন্য যাবজ্জীবন কারাদণ্ডের বিধান আনা হয়৷ তবে দেশ জুড়ে মাংস বিরোধী অভিযানে নামলেও, উত্তর-পূর্বাঞ্চলের রাজ্য-মিজোরাম, মেঘালয় ও নাগাল্যাণ্ডে গো-মাংসে নিষেধাজ্ঞা আরোপ করা হবে না বলে জানিয়েছে গেরুয়া শিবির। দেশ জুড়ে গো-হত্যা বন্ধের অছিলায় বেশ কিছু জায়্গায় সংখ্যালঘুদের উপর হামলার ঘটনা ঘটেছে৷

উল্লেখ্য, উত্তরপ্রদেশের দাদরিতে গো-মাংস খাওয়ার সন্দেহে পিটিয়ে খুন করা হয় আখলাক নামের এক ব্যক্তিকে৷ এনিয়ে সারা দেশে বয়ে যায় প্রতিবাদের ঝড়৷ দেশে ক্রমবর্ধমান অসহিষ্ণুতার পরিবেশ নিয়ে ইতিমধ্যে উদ্বেগ প্রকাশ করেছেন বুদ্ধিজীবী মহল৷

The post গরু পাচারকারী সন্দেহে রাজস্থানে এক ব্যক্তিকে পিটিয়ে খুন appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement