সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মসজিদ না মন্দির? এই প্রশ্নেই বিগত কয়েক দশক বিতর্কের পারদ চড়েছে আর নেমেছে। তবে এতদিন পর যেন শান্তির বার্তা। কেননা খোদ মৌলবিই দাবি করছেন, বাবরির দাবি ছাড়া উচিত মুসলমানদের।
[ স্বাধীনতা দিবসে জাতীয় সংগীত গাইবেন না, ফতোয়া মৌলবির ]
সম্প্রতি এই দাবি করেছেন শিয়া সম্প্রদায়েক মৌলবি কলবে সাদিক। মসজিদের অধিকার নিয়ে শিয়া ও সুন্নি সম্প্রদায়ের মতভেদ নতুন কিছু নয়। তবে এই শিয়া মৌলবি যেন দীর্ঘদিন চলতে থাকা বিবাদের আগুনে এবার জল ঢালতেই চাইছেন। তিনি জানান, বাবরি বা রামজন্মভূমি বিতর্ক এখন সুপ্রিম কোর্টের বিচারাধীন। দেশের সর্বোচ্চ আদালতের রায়ের উপর আমাদের পুরোপুরি ভরসা রাখা উচিত। তাঁর মতে, যদি রায় মুসলিমদের পক্ষে না হয়, তবে শান্তিপূর্ণভাবে তা মেনে নেওয়া উচিত। আর যদি রায় পক্ষেও হয়, তাহলেও হিন্দুদেরই ওই বিতর্কিত জমি দিয়ে দেওয়া উচিত মুসলমানদের। যাতে সেখানে মন্দির তৈরি হতে পারে।
[ কোন দেশে নিরাপদ মুসলিমরা, প্রশ্ন তুললেন এই আরএসএস নেতা ]
সাম্প্রতিক সব বিতর্কের অবসান ঘটিয়ে যেন এক শান্তির আবহই তৈরি করতে চাইছেন এই মৌলবি। বিনাযুদ্ধে সূচগ্র মেদিনী না দেওয়ার জেদ ভুলে, শান্তিপূর্ণ সহাবস্থানেরই বার্তা তাঁর। আর তাঁর এহেন কথায় মুগ্ধ কেন্দ্রীয় মন্ত্রী কেন্দ্রীয় মন্ত্রী হর্ষ বর্ধন। তিনি জানান, এই বার্তা দিয়ে মৌলানা সাব তো সকলের মন জয় করে নিলেন। মন্দির তৈরিতে জমি ছেড়ে দেওয়ার যে কথা মৌলবি বলেছেন, তাকে স্বাগত জানিয়ে মন্ত্রী বলেন, আসলে রামচন্দ্র তো শুধু হিন্দুদের বা মুসলিমদের তা নয়। শ্রীরাম আসলে ভারত আত্মার প্রতীক।
বহুদিনের বিবাদ। আগুন-হিংসা-সন্ত্রাস সাক্ষী থেকেছে এই বিবাদের। তবে সে সব ছাপিয়ে যেন একটা শান্তির ঢেউই তুলে দিলেন মৌলবি কলবে সাদিক।
The post বাবরি মসজিদের দাবি ছাড়ুন মুসলিমরা, দাবি খোদ মৌলবিরই appeared first on Sangbad Pratidin.