সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঘৃণা যেন কারাগার। যারা অন্তরের ঘৃণা বয়ে নিয়ে চলে, তারা বন্দি থাকে সেই কারাগারে। সেই ছোটবেলায় এ শিক্ষা দিয়েছিলেন বাবা। ভোলেনি ছেলে। প্রধানমন্ত্রী বাবা ছেলেকে কোনও রাজনৈতিক কৌশল শিখিয়ে যেতে পারেননি। নিয়তি সে সুযোগ দেয়নি। কিন্তু শিখিয়ে গিয়েছিলেন মানুষকে ভালবাসার মন্ত্র। আজ বাবার জন্মদিনে এভাবেই পিতৃতর্পণ রাহুল গান্ধীর।
[ মোদির রাজ্যে দলিত যুবককে পিটিয়ে খুন, ভাইরাল নৃশংস ভিডিও ]
২১ মে। এদিনই আততায়ীদের আত্মঘাতী হামলায় প্রয়াত হন প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী। বাবাকে অল্প বয়সেই হারিয়েছেন রাহুল। তারপর থেকে যমুনা নদীতে বহু জল গড়িয়েছে। বহু পালাবদলের সাক্ষী থেকেছে দিল্লি। ইউপিএ জমানা অতিক্রান্ত। এখন সনিয়ার পরিবর্তে রাহুলই কংগ্রেসের সর্বেসর্বা। সদ্য কর্ণাটকে বিজেপিকে মাত দিয়েছেন কংগ্রেস সভাপতি। রাজনৈতিক ক্ষেত্রে যত দিন যাচ্ছে তত তুখড় হয়ে উঠছেন তিনি। আজ আর তাঁকে কেউ পাপ্পু বলে না। বরং রাজনৈতিক অঙ্কে তাঁর সঙ্গে চাল কষতে বসেন প্রবীণ নেতারা। তো এভাবে যখন রাহুল গান্ধীর পুনরুত্থান তখন পিতৃতর্পণে তিনি একবারে অন্য মেরুর লোক। সেখানে কোনও রাজনীতির প্যাঁচ নেই। কুশলী চালে বাজিমাতের গল্প নেই। আছে ভালবাসার কথা। টুইট করে রাহুল জানিয়েছেন, বাবা তাঁকে বলেছিলেন ঘৃণার কারাগারে মানুষ বন্দি হয়ে থাকে। তাই ঘৃণা নয়, প্রয়োজন সকলকে ভালবাসার। দিনকয়েক আগে এক সাক্ষাৎকারেও রাহুল এ কথা জানিয়েছিলেন। বলেছিলেন বাবার মৃত্যু তাঁকে অন্যরকম শিক্ষা দিয়েছে। এমন একটা ছোটবেলা কেটেছে তাঁর যা প্রায় অভিশপ্তই বলা যায়। তাঁর ঠাকুমাকে যাঁরা হত্যা করেছিলেন, তাঁদের সঙ্গে খেলাধুলোও করেছেন রাহুল। বেড়ে ওঠার পুরো সময়টা অষ্টপ্রহর নিরাপত্তার ঘেরাটোপ। তারপরও যখন টিভিতে দেখেছিলেন বাবার আততায়ীর মৃত্যু, তখন একসঙ্গে দু’রকম অনুভূতি তাঁর মনে জেগে উঠেছিল। একবার অন্তত মনে হয়েছিল এভাবে না মারলেও পারত।
আজ রাহুল জানিয়েছেন ভালবাসার এই শিক্ষাই তাঁর বাবা তাঁকে দিয়ে গিয়েছেন। একজন বাবা তাঁর ছেলেকে এর থেকে ভাল আর কী উপহার দিয়ে যেতে পারেন!
The post ‘ঘৃণার কারাগার মানুষকে বন্দি রাখে’, বাবার শিক্ষা আজও ভোলেননি রাহুল appeared first on Sangbad Pratidin.